মেয়ের বিয়ে নিয়ে নো টেনশন! ২২.৫ লক্ষ দেবে LIC, মাসে বিনিয়োগ কত?

LIC

মেয়ের বিয়ে নিয়ে নো টেনশন! ২২.৫ লক্ষ দেবে LIC, মাসে বিনিয়োগ কত?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছোট থেকে বড় এদেশে যদি বীমার প্রসঙ্গ ওঠে তাহলে সবার আগেই যে নামটা সকলের মুখে উঠে আসে সেটা হল এলআইসি। হ্যাঁ ঠিকই ধরেছেন লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কথাই বলা হচ্ছে। ১৯৫৬ থেকে শুরু করে দীর্ঘ ৬৯ বছর ধরে জীবনবীমার ক্ষেত্রে ভারতীয়দের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান এটিই। আর এবার কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দুর্দান্ত পলিসি নিয়ে হাজির হল LIC। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

কন্যা সন্তানদের জন্য LIC এর দুর্দান্ত পলিসি

বাড়িতে কন্যাসন্তান থাকলেই অনেকে চিন্তায় পড়ে যান। তবে এবার আর ভাবতে হবে না। কারণ আপনার মেয়ের বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে হল LIC এনেছে একটি দুর্দান্ত পলিসি যেখানে ২২.৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। কতটাকা বিনিয়োগ করতে হবে ও কতদিনের জন্য? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

LIC Kanyadan Policy

নতুন এই এলআইসি কন্যাদান পলিসি এক থেকে দশ বছরের মেয়েদের জন্য প্রযোজ্য। এতে নূন্যতম ১৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। নিজের সুবিধা মত প্রতিমাসে, তিন মাস বা ছয় মাস অন্তর কিংবা বছরে একবার প্রিমিয়াম দিতে পারে। এর ফলে একদিকে যেমন ম্যাচিউরিটির সময় মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব তেমনি বীমার সুবিধাও পাওয়া যাবে।

কিভাবে পাবেন ২২.৫ লক্ষ টাকা?

যদি আপনি প্রতিমাসে ৩৪৪৭ টাকা করে এই  পলিসিতে জমা দেন তাহলে বছরে ৪১ হাজার ৩৬৭ টাকা দিতে হবে। এক্ষেত্রে যদি আপনি ২২ বছর পলিসি চালু রাখেন তাহলে মোট ৯ লক্ষ ১০ হাজার ৭৪ টাকা জমা দিয়ে ২২.৫ লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন ২৫ বছরের মাথায়। তবে এক্ষেত্রে পলিসি করার সময় কন্যার পিতার বয়স ৫০ বছরের নিচে হতে হবে।

এই পলিসি চলাকালীন যদি কোনো কারণে পিতার মৃত্যু হয় তাহলে সমস্ত টাকা স্ত্রী পেয়ে যাবেন। একইসাথে অতিরিক্ত ১ লক্ষ টাকা কন্যাকে দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় পিতার মৃত্যু হলে কন্যাকে অতিরিক্ত ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥