অফবিট,মৃত মানুষ,স্বপ্ন,অতৃপ্ত আত্মা,জীবনযাপন,Offbeat,Dead Person,Dream,unsatisfied soul

Moumita

রাতের স্বপ্নে বারবার আসেন মৃত প্রিয়জন, এই ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি!

খুব কাছের  মানুষ (Close Person) আমাদের ছেড়ে চলে গেলে মানসিক ভাবে ভেঙে পড়ি  আমরা সকলেই। মৃত্যুর মত একটা বাস্তব সত্যকে মেনে নেওয়া কষ্টকর হয়ে ওঠে। এমনকি অনেক সময় আমরা মৃত (Dead) প্রিয়জনদের আনাগোনা দেখতে পাই ঘুমন্ত অবস্থায়। আর এই মৃত আত্মীয় বা বন্ধুদের স্বপ্নে (Dream) দেখতে পেয়ে আমরাও কম অবাক হই না।

   

তাছাড়া যে মানুষটা ইহজীবনের মায়া কাটিয়েছেন বেশ কয়েক বছর আগেই, আচমকা পর পর তিন দিন সেই প্রিয় মানুষটাকে স্বপ্নে দেখতে পেলে চমকে ওঠাটাও স্বাভাবিক। কিন্তু এমন স্বপ্ন দেখার অর্থ কী? স্বপ্ন বিশেষজ্ঞদের মতে, এর তাত্‍পর্য খুঁজতে গেলে সাহায্য নিতে হবে মনোবিদ বিশেষজ্ঞদের।

আধ্যাত্মবাদীদের মতে, স্বপ্নের মাধ্যমে জীবিতদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান পরলোকবাসী। শোনা যায়, জেগে থাকা অবস্থায় আমাদের পাঁচটি ইন্দ্রিয় সজাগ এবং ব্যস্ত থাকে। ফলে মৃতদের সূক্ষ্ম বার্তা-তরঙ্গ আমরা অনুভব করতে ব্যর্থ হই। ঘুমন্ত মানুষের মগজ অতি সূক্ষ্ণ বার্তাও পড়ে ফেলতে পারে। এই কারণে সেই সময়টিই বেছে নেন যোগাযোগে উত্‍সাহী পরলোকের বাসিন্দারা।

অফবিট,মৃত মানুষ,স্বপ্ন,অতৃপ্ত আত্মা,জীবনযাপন,Offbeat,Dead Person,Dream,unsatisfied soul

যদিও এই যুক্তি মানতে নারাজ মনোবিদরা। তাদের বক্তব্য, মৃত ঘনিষ্ঠজনের প্রতি যত্নশীল না হওয়ার দরুণ অবচেতন মনে অপরাধবোধ তৈরি হয়। তাদের মৃত্যুর পর সেই অপরাধবোধ এক মানসিক বিপন্নতা সৃষ্টি করে যার জেরে প্রায়ই মৃতদের স্বপ্ন দেখেন জীবিতরা। আসলে অবচেতনে জমে থাকা অনুশোচনারই বহিঃপ্রকাশ ঘটে বহির্মনে।

আবার আধ্যাত্মবাদীদের মতে , যাদের অপঘাতে বা হঠাৎ মৃত্যু হয়, ঘনিষ্ঠরা তাদেরই বারংবার স্বপ্নে দেখতে পান। অপঘাতে বা হঠাত্‍ মৃত্যু হলে মন তার প্রয়োজনীয় প্রস্তুতি সারতে পারে না। এই কারণে পরলোকে পৌঁছেও স্বস্তি মেলে না। তাই জীবিত বন্ধু-পরিজনদের স্বপ্নে ঘন ঘন হাজির হয় সেই বিদেহী আত্মা। তাদের সাহায্যে পরলোক থেকে মুক্তি পাওয়ার জন্য আকুতি জানান তিনি।