ট্রেনের টিকিটের দামে ছাড় কি পাবেন প্রবীণরা! বিরাট সিদ্ধান্ত রেলের

Senior Citizen Concession

ট্রেনের টিকিটের দামে ছাড় কি পাবেন প্রবীণরা! বিরাট সিদ্ধান্ত রেলের

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: প্রবীণদের টিকিটে ছাড় না দিয়েই মোটা টাকা আয় করেছে রেল (Senior Citizen Concession)! রিপোর্ট বলছে যে বয়স্ক কিংবা প্রবীণ যাত্রীদের রিজার্ভেশন টিকিটের উপরে আগে যে ছাড় দেওয়া হতো, সেই ছাড় বাতিল করে ৮৯১৩ কোটি টাকা আয় করেছে রেল। ৩১ কোটির বেশি সংখ্যক প্রবীণ যাত্রীর কাছ থেকে ওই টাকা আয় হয়েছে। ১৮ কোটি ২৭ লাখের কাছাকাছি পুরুষ যাত্রী এবং ১৩ কোটির কিছু বেশি মহিলা যাত্রী। প্রায় সাড়ে ৪৩ হাজার প্রবীণ রূপান্তরকামী যাত্রীও ভ্রমণ করেছেন

বলে রাখি, রেলের তথ্যপ্রযুক্তি সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম ( ক্রিস) রিজার্ভেশন সিটের টিকিট কাটার সফটওয়্যার সিস্টেম দেখাশোনার কাজ করে। তথ্যের অধিকার আইনের অধীনে ওই সংস্থাকেই প্রশ্ন করেছিলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। উত্তরে জেনেছেন অবাক কথা তথ্য। রেলের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২০ সালের ২০ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ছাড় বাতিল করার কারণে এত টাকা পকেটে পুড়তে পেরেছে রেল।

আরও পড়ুন: ১৬০ কিমি বেগে হাওড়া থেকে দিল্লি পৌঁছাবে বন্দে ভারত স্লিপার! দেখুন ভাড়া সহ টাইমটেবিল

প্রসঙ্গত, করোনার বছরে ছাড় বাতিল করার আগে ট্রেনের রিজার্ভেশন শ্রেণিতে ৬০ বছর বা তার বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে টিকিটের দামের উপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। ৫৮ বছর বয়স বা তার বেশি বয়সের মহিলারা টিকিটের দামের উপর ৫০ শতাংশ ছাড় পেতেন। কিন্তু পরে সেই ছাড় দেওয়া বন্ধ হয়ে যায়। বয়স্ক যাত্রীদের ছাড় ফেরানোর দাবি ওঠে। রেল সে কথা শোনেনি।

ট্রেনের টিকিটের দামে ছাড় কি পাবেন প্রবীণরা!

সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, রেল টিকিটের উপরে যাত্রী পিছু ৪৬ শতাংশ ভর্তুকি দেয়। নতুন করে প্রবীণ যাত্রীদের টিকিটের উপরে ছাড় ফেরানোর কথা ভাবছে না সরকার। এমনটাই স্পষ্ট হয়েছে মন্ত্রীর উত্তরে। যদিও পরবর্তীকালে আবার এই ছাড় দেওয়া হতে পারে।

সঙ্গে থাকুন ➥