শাহরুখ (Shahrukh Khan) গৌরীর (Gauri Khan) সম্পর্ক কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। দীর্ঘ ৬ বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। একপ্রকার বাড়ির বিরুদ্ধে গিয়েই কিং খানের হাত ধরেছিলেন গৌরী। শাহরুখের কেরিয়ারের পাশাপাশি শুরু হয় তাদের ভাঙাচোরা সংসার। জেনে অবাক হবেন যে আজকের ‘মন্নত’ (Mannat) মালিকের কোনো বাড়িই (House) ছিলনা সেই সময়।
এরপর ১৯৯৭ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান আরিয়ান। অতীতের সেই কথা সদ্য প্রকাশিত পেঙ্গুইনের কফি টেবিল বুকে জানান বলিউড বাদশা। তিনি জানান, আরিয়ানের জন্মের সময় একটা বাড়ি তাদের খুবই দরকার ছিল। কিন্তু মুম্বাইতে বাড়ি কেনার মত টাকা তাদের ছিলনা। সেই সময় হন্যে হয়ে টাকা জোগাড় করেছিলেন শাহরুখ।
অনেক চেষ্টার পর কিছু টাকা জোগাড় করে একটি ছোট্ট বাড়িও কেনেন তিনি। তবে সেই সময় তারকা দম্পতি বুঝতে পারেন যে, বাড়ি কিনলেও তার আসবাবপত্র কেনার সামর্থ্য তাদের নেই। একদিন সোফা কিনতে গিয়ে ফিরেও আসেন তারা। আর তারপরেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন গৌরী।
শেষে গৌরী নিজে নোটবুকে সোফার ডিজাইন করেন। আর এভাবেই শুরু হয় তারকা পত্নীর কেরিয়ার। একদিকে শাহরুখ যেমন অভিনেতা হিসেবে নাম বাড়াতে থাকেন, অন্যদিকে গৌরীও ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে থাকেন।
আজ দেশের সবচেয়ে নামিদামী ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে গৌরী খান অন্যতম। মুকেশ আম্বানি থেকে শুরু করে করণ জোহর, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ-র মত তাবড় তাবড় তারকারা তার ক্লায়েন্ট। জেনে অবাক হবেন, যে সোফার ডিডাইন গৌরী করেছিলেন পরে তা মন্নতের জন্য তৈরি করা হয়।