Shahrukh Khan

Moumita

কাজ এবং টাকা, দুটোতেই বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের টেক্কা দিচ্ছে এই বাচ্চাটি, ৯০ শতাংশ মানুষই চিনতে পারেনি একে

বলিউড (Bollywood) সেলিব্রেটিদের ফ্যান ফলোয়িং নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ভক্তরা তাদের প্রিয় তারকাদের (Celebrity) দেখতে যেমন ভালোবাসেন তেমনই আগ্রহী হয়ে থাকেন তাদের ব্যক্তিগত (Personal) প্রতিটি বিষয় জানার জন্য।

   

এমনকি অনেকে তো আবার তাদের পছন্দের তারকাদের ঈশ্বরজ্ঞানে ভক্তিও করে থাকে। এমতাবস্থায় যখনই কথা আসে শৈশবের কথা, তখন আমরা সবাই খানিকটা নস্টালজিক হয়ে পড়ি। আর এই শৈশবের স্মৃতি যদি পছন্দের তারকাকে নিয়ে হয় তাহলে তো সেই নস্টালজিয়ার সীমা থাকেনা।

আর সম্প্রতি এমনই এক তারকার ছোটবেলার ছবি (Childhood Picture) ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বেশিরভাগ মানুষই ছবিটির দিকে একবার তাকিয়ে চিনতে অপারগ। অবাক করা ব্যাপার হল তারকার অনেক বড় ভক্তও এই ছবি দেখে বিভ্রান্তিতে পড়েছেন।

সাদা কালো এই ছবিতে দেখা যাচ্ছে, শিশুটির হাতে একটি পানীয়ের বোতল। তাতে একটি স্ট্র লাগিয়ে চুমুক দিচ্ছে বাচ্চাটি। আপনি যদি ছবিটি দেখে এখনও চিনতে না পারেন তাহলে একটা ইঙ্গিত দিতে পারি। সম্প্রতিই এই অভিনেতার একটি ছবি মুক্তি পেয়েছে। এবং তা রীতিমত ঝড় তুলেছে বক্স অফিসে।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,ছোটবেলার ছবি,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Pathan,Social Media,সোশ্যাল মিডিয়া

এখনও চিনে না থাকলে বলি, তিনি আর কেউ নন বলিউড বাদশা শাহরুখ খান। আজ দেশের প্রতিটি শিশু তার নাম জানে ঠিকই কিন্তু এই অবস্থানে পৌঁছতে তাকে বহু সংগ্রাম করতে হয়েছে। পাশাপাশি নিজের প্রতি অটুট বিশ্বাসও রাখতে হয়েছে।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,ছোটবেলার ছবি,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Pathan,Social Media,সোশ্যাল মিডিয়া

পাশাপাশি শাহরুখের আয়ের কথা বললে, বিশ্বের অনেক তাবড় তাবড় নায়কদের থেকে এগিয়ে রয়েছেন তিনি। আর বলিউডের কথা বললে, তো তিনিই এখানকার রাজা। আর তার জনপ্রিয়তা তো ‘পাঠান’র কালেকশন দেখলেই বোঝা যায়। দীর্ঘ ৫ বছর পর পর্দায় ফিরে রীতিমত ঝড় তুলেছেন তিনি।