Shahrukh Khan

Additiya

গৌরী নয়, ভালোবাসার দিনে নয়নতারাকে চুমু দিলেন শাহরুখ, ভাইরাল ভিডিওতে মজেছে নেটজনতা

বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ (Pathan) ঝড়। হলমুখী শাহরুখ (Shah Rukh Khan)অনুরাগীরা। কিং খানের চার বছর পর কামব্যাক নাড়িয়ে দিয়েছে হিন্দি ইন্ডাস্ট্রিকে। উন্মাদনার ঢেউ পৌঁছেছে দক্ষিণেও। আর বাংলায় তো রীতিমতো পাঠান ঝড় চলছে।

   

যদিও প্রথম থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছিল নানান বিতর্ক। ‘বেশরম গান’ প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষ ধেয়ে আসে এই ছবির দিকে। দীপিকার পোশাক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকে বয়কট বলিউড ট্রেন্ড। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এখনও সিনেমা হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা।

আর এরই মধ্যে নতুন ছবির কাজ শুরু করে দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর সেই ছবির কাজেই চেন্নাই পৌঁছে গেলেন বলিউড বাদশা। অভিনেতাকে দেখেই ভিড় জমলো ভক্তদের। তিনিও অনুরাগীদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন ফ্লাইং কিস।

সূত্র মারফত জানা যাচ্ছে, পরিচালক অ্যাটলির সঙ্গে চেন্নাইতে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। আর সেখান থেকেই নেট মাধ্যমে ভাইরাল একাধিক ভিডিও। কেবলমাত্র ভক্তদের জন্যই নয়, সহ অভিনেত্রী নয়নতারাকে জড়িয়ে ধরে গুডবাই কিস দিতে দেখা গেল বলি সুপারস্টারকে। আর নেট মাধ্যমে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির দরজা খুলে নয়নতারাকে গুডবাই কিস দিচ্ছেন শাহরুখ খান। অভিনেতা-অভিনেত্রীর এহেন ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা। বইছে একের পর এক কমেন্টের বন্যা।

ShahRukh Khan-Nayantara

চলতি বছর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। ছবির ফার্স্ট লুক প্রাকাশ্যে আসতেই মুগ্ধ দর্শকেরা। ছবির পোস্টারে দেখা গিয়েছিল, অভিনেতার মুখের অর্ধেকটা অংশ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। হাতেও ব্যান্ডেজ। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে চলতি বছরেই ফের বক্স অফিস কাঁপাতে আসছে শাহরুখের অ্যাকশন মুভি।