OTT

Moumita

‘পাঠান’ থেকে ‘হান্টার’, শাহরুখ থেকে সুনীল শেট্টি, এই সপ্তাহে OTT-তে আসছে ৫ ধামাকাদার ছবি

অতীতের করোনা অতিমারীর বিপুল প্রভাব পড়েছে বিনোদন(Entertainment) জগতে। এই সময়টায় রমরমিয়ে বেড়েছে ওটিটির(OTT) বাজার। এখন তো অনেক নির্মাতাই ছবি মুক্তির জন্য বড় পর্দার চেয়ে ওটিটি-কে বেটার অপশন বলে মনে করেন। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেও বেশ কিছু ধামাকাদার ছবি আসতে চলছে ওটিটি-তে।

   

পাঠান : চলতি বছরের বহুল চর্চিত ছবি হল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান। ২২ মার্চ অর্থাৎ আজকেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

উই লস্ট আওয়ার হিউম্যান : কার্টিস লেলাশ দ্বারা নির্মিত, উই লস্ট আওয়ার হিউম্যান মুক্তি পাবে Netflix-এ। এটি মূলত একটি অ্যানিমেটেড মুভি।

মিস হামুরাবি : কোরিয়ান ড্রামা লাভারদের জন্য সুখবর। ২২ মার্চ অর্থাৎ আজ MX Player-এ মুক্তি পাচ্ছে এই ড্রামা।

হান্টার : সুনীল শেট্টির ভক্তরাও বঞ্চিত থাকবেননা। এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন সুনীল শেট্টি। ছবিতে তিনি এসিপি বিক্রম। এটিও আজকেই অর্থাৎ ২২ মার্চ অ্যামাজন মিনি টিভিতে মুক্তি পাবে।

ভিনারো ভাগ্যমু বিষ্ণু কথা : মুরালি কিশোর আব্বুরু পরিচালিত এই তেলেগু ছবিটি মূলত রোমান্টিক অ্যাকশন থ্রিলার ড্রামা। এটিও ২২ মার্চই মুক্তি পাবে। ছবিটি দেখতে পাবেন AHA ওটিটি প্ল্যাটফর্মে।