Papiya Paul

অগ্রিম বুকিংয়ে নতুন রেকর্ড! মুক্তির আগেই বিদেশে এত কোটির ব্যবসা করেছে শাহরুখের ‘জওয়ান’

নিউজশর্ট ডেস্কঃ Shahrukh Khan In Jawan: বলিউডের(Bollywood) বাদশা তিনি, কিন্তু বিগত কয়েক বছর ধরে পরপর ছবি ফ্লপ হতেই নিজেকে রুপোলি পর্দা থেকে গায়েব করে রেখেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan)। আর তাইতো প্রায় পাঁচ বছর পর চলতি বছরে মুক্তি পায় ‘পাঠান।'(Pathaan) আর কামব্যাক করে বক্স অফিসে ঝড় তোলেন কিং খান। চলতি বছরে সবচেয়ে হিট ছবি এই পাঠান। দেশের বক্স অফিসে আয়ের নিরিখে ৫৩৪ কোটি টাকা কামিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে এই সিনেমা।

   

আর পাঠানের পর চলতি বছরেই মুক্তি পেতে চলেছে শাহরুখের নতুন ছবি ‘জওয়ান'(Jawan)। এই মুহূর্তে এই সিনেমার দিকেই নজর রয়েছে সকলের। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এটলি পরিচালিত ‘জওয়ান’। ইতিমধ্যেই ছবির ট্রিজারে বাদশাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। মেট্রোর ভেতরে শাহরুখের নাচ থেকে পুরো ন্যাড়া মাথায় কিং খানকে দেখে অবাক হয়ে গিয়েছেন তার ভক্তরা।

সবার মনে একটাই প্রশ্ন, এই ছবিতে শাহরুখ খান ভিলেন নাকি হিরো? শুধুমাত্র দেশ নয় বিদেশেও শাহরুখকে নিয়ে ভক্তদের পাগলামি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আমেরিকায় সিনেমা মুক্তির ১৫ দিন আগেই প্রথম দিনের ৯,৭০০ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে থেকে ৯,২০০ টিকিট এই ছবির হিন্দি শো এর। এনালিস্ট মনোবাবা বিজয়বালান জানিয়েছেন, ইতোমধ্যেই আমেরিকায় ১.২ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

ওই দেশে ৩৬৭ টি শো চলবে এই ছবির এমনটাও জানা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন পাঠানের পর জওয়ানের প্রথম দিনের কালেকশন ১০০ কোটি ছাড়িয়ে যাবে। এর ফলে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে বিরল রেকর্ড করলেন বলিউডের বাদশা। এই সিনেমার জন্য ভোর ছটা থেকে সিনেমা হলে শো চালু হবে বলেও জানা গিয়েছে। ‘গদর টু’-এর পর জওয়ান ছবিও বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে।

সূত্র মারফত জানা গিয়েছে এই ছবিটির মোট বাজেট প্রায় ৩০০ কোটি টাকা! ভক্তদের মন জয় করতে কোন রকমের কার্পণ্যতা করেননি শাহরুখ খান। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতু পতি। এছাড়া সানিয়া মালহোত্রা, প্রিয়মনিকেও দেখা যাবে। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।