নিউজশর্ট ডেস্কঃ Shahrukh Khan’s Jawan Copied From Tamil Movie: গত ৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের(Shahrukh Khan) প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান'(Jawan)। এই ছবিতেও শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। তার বিগত ছবি ‘পাঠান'(Pathaan) ব্লকবাস্টার রেজাল্ট করার পর ‘জওয়ান’র ক্ষেত্রেও বক্স অফিসে নতুন রেকর্ড করেছেন কিং খান।
মাত্র দু’দিনে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ভোর ৫ টা হোক কিংবা রাত্রি ২ টো জওয়ান ছবির সব শো হাউসফুল। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত এখন শুধুমাত্র জওয়ান দেখার হিড়িক। সোশ্যাল মিডিয়ায় এখন শাহরুখের এই ছবি নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। তবুও হঠাৎ করে নেটিজেনদের একাংশ এই ছবি নিয়ে অভিযোগ তুলেছে।
কি সেই অভিযোগ? এই ছবির পরিচালক অ্যাটলি(Atlee) নাকি টুকে ছবি বানিয়েছেন। এক তামিল ছবির সঙ্গে শাহরুখের এই ছবির মিল খুঁজে পেয়েছেন অনেকেই। একজন এক্স হ্যান্ডেল বা প্রাক্তন টুইটার ব্যবহারকারী অভিযোগ করেছে ন যে জওয়ান নাকি তামিল ছবি ‘থাই নাড়ু’র নকল। ১৯৮৯ সালের এই ছবিতেও নায়ক সত্যরাজ শাহরুখ খানের মতোই ডবল রোল করেছিলেন। এই দুটি ছবির মধ্যে অনেক মিল রয়েছে বলে তারা মনে করছেন।
তবে অনেকে আবার মন্তব্য করেছেন, ‘জওয়ান’এ দক্ষিণের সিনেমার কিছু মিল খুঁজে পাওয়া গেলেও এই গল্প একদমই আলাদা। যদিও এটাই প্রথম নয়, এর আগেও অ্যাটলির ছবি টুকলির অভিযোগ উঠেছে। সামান্তা রুথ প্রভু এবং বিজয় থালাপতিকে নিয়ে ‘থেরি’ ছবি বানানোর সময় ও একাধিক অভিযোগ উঠেছিল।
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘মুন্ড্রুমুগাম’ ছবির গল্প থেকে নাকি এই ছবি তৈরী করেছেন পরিচালক। তবে অভিযোগ যাই হোক না কেন বিনোদনপ্রেমীরা এখন শাহরুখের জওয়ানের ক্রেজে মুগ্ধ আছে।