Arijit

ভারতের টি-২০ দলে কি আদৌ সুযোগ পাবেন? কী বললেন ধাওয়ান

রোহিত শর্মা, ঋষভ পন্থদের অনুপস্থিতিতে বেশ কয়েকটি বিদেশী সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন শিখর ধাওয়ান। শিখর ধাওয়ানের নেতৃত্বে সিরিজ জিতেছে ভারত। তবে একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না এই বাঁহাতি ওপেনার।

   

খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে অধিনায়কত্ব করেছেন তিনি। অথচ তার পরেই টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি শিখর ধাওয়ান। এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি তাঁর। তা হলে কি টি-টোয়েন্টি দল থেকে ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছেন ধাওয়ান?

এই প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, ‘‘সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কেন সুযোগ পাই না। ভারতের হয়ে অনেক দিন টি-টোয়েন্টি খেলিনি। কেন সুযোগ পাইনি সেটা নিয়ে বেশি ভাবতে চাই না। আমার একটাই লক্ষ্য। যখনই মাঠে নামব, নিজের সেরাটা দেব। সেটা ভারতীয় দল, আইপিএল, বা ঘরোয়া ক্রিকেট যাই হোক না কেন।’’