বলিউডে কোনো বন্ধুত্ব হয় না! শ্রেয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুনিধি চৌহান

নিউজশর্ট ডেস্কঃ Shreya Ghoshal And Sunidhi Chauhan Comparison: বলিউডের(Bollywood) মহিলা প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে সবথেকে জনপ্রিয় দুটি নাম হল শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal) এবং সুনিধি চৌহান(Sunidhi Chauhan)। তারা যেমন চারিদিকে পরিচিত ঠিক তেমনি জনপ্রিয়তা তুঙ্গে। আবার এই দুই গায়িকার পারিশ্রমিক ও আকাশছোঁয়া। যদিও দুজনের গানের শৈলী একদমই আলাদা। শ্রেয়া এবং সুনিধি দুজনেই প্রায় একই সময়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন। দুজনের গানের ধরন আলাদা হওয়া সত্বেও দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কথা শত্রুতার কথা বারবার শোনা গিয়েছিল।

সত্যিই কি দুজনের মধ্যে শত্রুতা রয়েছে? একে অপরকে হিংসা করেন? সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন গায়িকা সুনিধি চৌহান। তিনি বলেছেন, “শুধু শ্রেয়া নয়, আরও অনেক গায়িকা আছেন। যেমন শিল্পা রাও, নীতি মোহন, শালমলি খলগোরে… একসঙ্গে দেখতে আপনাদেরকেও শুধুমাত্র আমাদের দিকে তাকাতে হবে। আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভালোবাসার জন্য এসেছি।”

এর পাশাপাশি সুনিধি এটাও বলেন, সেই ষাটের দশক থেকে গায়িকাদের মধ্যে তুলনা করা হয়। প্রত্যেকের সম্পর্কের মধ্যে জটিলতার গল্প সৃষ্টি করা হয়। এমনকি লতা মঙ্গেশকারকে তার নিজের ছোট বোন আশা ভোঁসলের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রকাশ করানো হয়েছিল। এমনকি কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও শত্রুতার গল্প শোনা যেত। তিনি এই পুরো বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। গায়িকাদের মধ্যে যে সুসম্পর্ক বজায় থাকে সেটাই বলেছেন তিনি।

সুনিধির কথায়, “আমার যতদূর মনে হয়, মানুষজন এই ধরনের ঝগড়ার গল্প তৈরি করেন, কারণ এতে তারা আনন্দ পান, তাই অসুবিধা নেই। দুজন মানুষের সঙ্গে তারা তুলনা করতে ভালোবাসেন। যারা এই কাজগুলো করছেন তাদের এটা করতে দিন, তারা যেমন তাদের কাজ করছেন, আমরা আমাদের।”

প্রসঙ্গত, ২০০২ সালে সঞ্জয় লীলা বানশালির ‘দেবদাস’ ছবিতে প্রথম প্লেব্যাক করার সুযোগ হয় শ্রেয়া ঘোষালের। প্রথম গানই ব্লকবাস্টার হিট। ওদিকে ১৯৯৯ সালে রামগোপাল বর্মার ছবি ‘মস্ত’এর হাত ধরে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন সুনিধি। সে যাই হোক দুজনেই নিজেদেরকে কেরিয়ারে অত্যন্ত সফল।

Avatar

Papiya Paul

X