Papiya Paul

বাঙালীর জয়! আশা, লতাকে টেক্কা দিয়ে বিরল রেকর্ড গড়লেন বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল

নিউজশর্ট ডেস্কঃ Shreya Ghoshal Got 69th National Film Awards 2023 :বিনোদন জগতে কেরিয়ার গড়তে গিয়ে অনেক বাঙালি শিল্পী আছেন যারা বাংলার নাম উজ্জ্বল করেছেন। এমনই জনপ্রিয় বাঙালি গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের গর্ব তিনি। গোটা বিশ্বের মানুষ এক ডাকে চেনেন তাকে। তার অসাধারণ সুমধুর কন্ঠের ভক্ত অসংখ্য অনুরাগীরা। নিজের গানের প্রতিভার জন্য তিনি বহুবার পুরস্কার জিতেছেন। এমনকি একাধিকবার জিতেছেন জাতীয় পুরস্কারও।

   

চলতি বছরে ৬৯ তম জাতীয় পুরস্কার(69th National Film Awards) বিতরণী অনুষ্ঠানে তিনি সেরার সেরা সম্মান পেয়েছেন। এই পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন লতা মঙ্গেশকরের রেকর্ড। এই বছর জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা গায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে শ্রেয়া ঘোষালকে। ‘ইরাভিন নিজহল’ সিনেমাতে তার ‘মায়াবা ছায়াভা’ গানের জন্য সেরা মহিলা সঙ্গীত শিল্পী পুরস্কার জিতেছেন তিনি।

২০০০ সালে ‘দেবদাস’ ছবিতে গানের জন্য তাকে অফার করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি। আর এই ছবিতে ‘বেরি পিয়া’ গান গেয়ে তিনি প্রথমবার জাতীয় পুরস্কার পান। এরপর আর থেমে থাকেননি তিনি। জিতেছেন বহু পুরস্কার। এমনকি টানা পাঁচবার তিনি জাতীয় পুরস্কার জিতেছেন। দেবদাস ছবির পর ‘পেহেলি’ সিনেমার ‘ধীরে জালনা’ এবং ‘জব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হায়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি।

তারপর ২০১০ সালে বাংলা সিনেমা ‘অন্তহীন’ এর ‘ফেরারি মন’ গানের জন্য এবং মারাঠি ছবি ‘যোগভা’র ‘জিব দংলা’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। টানা ১৩ বছর অপেক্ষার পর এই বছর আবার জাতীয় পুরস্কার উঠেছে তার হাতে। আর এটিই নতুন রেকর্ড করে ফেলেছেন শ্রেয়া ঘোষাল। ভারতবর্ষের সবথেকে বেশি বার জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা হিসেবে নতুন রেকর্ড করেছেন শ্রেয়া।

আর এতেই তিনি লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অলকা ইয়াগ্নিকদের মত বড় বড় তারকাকে পেছনে ফেলে দিয়েছেন। আর তার এই পুরস্কার জয়ের খবরে খুশি হয়েছেন অসংখ্য ভক্তরা। প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, লতা মঙ্গেশকর তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা ভোঁসলে দুবার এবং অলকা ইয়াগনিক ও দুবার জাতীয় পুরস্কার জিতেছিলেন। অর্থাৎ গায়িকা হিসেবে সবার থেকে এগিয়ে রয়েছেন শ্রেয়া ঘোষাল। পাঁচবার তিনি জাতীয় পুরস্কার জিতে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করেছেন।