Papiya Paul

রেগে গিয়ে অঙ্কুশকে ‘নোংরুটে’ তকমা শুভশ্রীর! কি কারণে এই মন্তব্য অভিনেত্রীর?

টলিউডের(Tollywood) অত্যন্ত জনপ্রিয় মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Shubhashree Ganguly) এবং অঙ্কুশ হাজরা(Ankush Hazra)।  টলি পাড়ায় কান পাতলে শোনা যায় তাদের দুজনের বন্ধুত্ব নাকি বেশ মজবুত। বন্ধুত্বের বয়স পেরিয়েছে প্রায় এক দশক।

   

এই জুটিকে টলিউডের পর্দায় মাত্র একবার দেখা গেলেও বেশ কয়েকবার দেখা গিয়েছে ‘ডান্স বাংলা ডান্সের’ মঞ্চে। একজন বসেছেন বিচারপতির আসনে এবং অন্যজন সামলেছেন সঞ্চালকের দায়িত্ব। আবারও জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে এই রিয়েলিটি শো। একসঙ্গে দেখা যাবে দুই বন্ধুকে।

শুরু হয়ে গেছে শুটিং। আর এরই মাঝে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুলে ধরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন ভরে ফাস্টফুড খাচ্ছেন অভিনেতা অঙ্কুশ। তাঁর সারা গালে লেগেছে চিজ। ভিডিও করতে গিয়েই বান্ধবী শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রশ্ন করলেন,’কিরে কি খাচ্ছিস তুই’? তৎক্ষণাৎ অভিনেতা উত্তর দেন,’আমি মন দিয়ে চিজ খাচ্ছি’। তবে অভিনেতার এভাবে খাওয়া দেখে কিছুটা বিরক্ত হলেন বান্ধবী।

হঠাৎ করেই শুভশ্রী বলে ওঠেন, ‘ইশ তুই কত নোংরা। এভাবে কেউ খায় নাকি’? যদিও বান্ধবীর এহেন বক্তব্য শুনেও কিছুই যায় আসলো না অভিনেতার। বরং তিনি শুভশ্রীর কাছে আবদার করে বসেন,’আমার মুখটা একটু ভালো করে পরিষ্কার করে দে’। তারকা জুটির এহেন ঝগড়া দেখে হেসে খুন নেট দুনিয়া।

সম্প্রতি জি বাংলার পর্দায় আসতে চলেছে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শো। বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে প্রমো। এই সিজনে বিচারকের দায়িত্ব সামলাবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মৌনি রায়। বরাবরের মতোই সঞ্চালকের দায়িত্ব সামলাবেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এইবারের সিজনের সবচেয়ে বড় চমক অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রায় ১০ বছর পর তিনি আবারও ফিরছেন মহাগুরুর আসনে।