পার্থ সারথি মান্না, কলকাতাঃ এপ্রিল মাসেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অমর সঙ্গী’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন শ্যামৌপ্তি মুদলি। তবে সিরিয়ালের শেষের পরই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ছোটপর্দার এই অভিনেত্রী। নতুন মেগা নাকি অন্য কিছু? জানতে আজকের প্রতিবেদন শেষ অবধি পড়ুন।
নতুন রূপে ফিরছেন ‘অমর সঙ্গী’ নায়িকা শ্যামৌপ্তি
টলিপাড়া থেকে শুরু করে বিনোদন জগতের বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা পর্দার পাশাপাশি নিজের মত করে ব্যবসা শুরু করে বেশ সফল হয়েছেন। এবার সেই দলেই নাম লেখাতে চলেছেন শ্যামৌপ্তি। জানা যাচ্ছে ‘মাইসন রোজ্ লাইফস্টাইল’ শুরু করছেন অভিনেত্রী। যেখানে পছন্দের গয়না কেনার পাশাপাশি বিউটি স্যাঁলো এমনকি ক্যাফেও থাকবে। এককথায় বলতে গেলে অল ইন ওয়ান।
অভিনেত্রী থেকে ব্যবসায় শ্যামৌপ্তি
যেমনটা জানা যাচ্ছে, নিউ টাউনেই নিজের এই স্টার্ট আপ শুরু করছেন অভিনেত্রী। তবে ২০২৫-এ প্রতিষ্ঠান চালু করলেও ভাবনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই। শ্যামৌপ্তি জানান, ২০২২ থেকেই নিজস্ব কিছু একটা করতে। চাইছিলাম। এই বিষয়ে বান্ধবী অনুপূর্বার সাথেও কথা হয়। শুরুতে বুটিকের কথা ভাবলেও পরে আলোচনা করে সবটা ঠিক হয়। অনুপূর্বার আগে থেকেই খাবারের ব্যবসার সাথে যোগ রয়েছে তাই অনেকটা সাহায্য পাওয়া গেছে।
কিভাবে সামলাবেন অভিনয়ের পাশাপাশি ব্যবসা?
অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় শ্যামৌপ্তি, হয়তো শীঘ্রই আবারও কোনো নতুন মেগায়, নতুন রূপে দেখা যাবে তাকে। তখন অভিনয় আর ব্যবসা দুটো কাজ সামলাবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, সপ্তম শ্রেণীতে পড়াকালীন অভিনয়ের শুরু। স্কুল থেকে কলেজের পড়াশোনার পাশাপাশি অভিনয় সামলে এসেছি , তাই এটা আমার কাছে খুব একটা কঠিন ব্যাপার নয়।
আরও পড়ুনঃ সর্বোচ্চ ৩৫ কেজি! প্রকাশ্যে মে মাসের রেশন সামগ্রীর তালিকা, আপনার কার্ডে কত?
একইসাথে তিনি আরও জানান, ব্যবসা নিয়ে আগ্রহ অনেক আগে থেকেই আছে। যখন শুটিংয়ে থাকাকালীন ফোনে খ বলে সব কিছু ম্যানেজ করি। বাকিটা অনুপূর্বা সামলে দেয়। আর যখন ও ব্যস্ত থাকে তখন আমি সামলে দিই। দুজনে মাইল ঠিকই সামলে নিতে পারব বলেই আশা’।