গান গেয়ে বড় সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় হাতেগোনা কয়েকজনের। কেউ কেউ খ্যাতির সামনাসামনি পৌঁছেও হারিয়ে যান। এরকমই একজন শিল্পী হলেন জুবিন গর্গ (Zubeen Garg)। তিনি যে কত আইকনিক গানের জন্ম দিয়েছেন তার ইয়ত্তা নেই। এখন সেই গায়কই নাকি কাজ পাচ্ছেননা। নিকট অতীতে এই বিষয়েই মুখ খোলেন তিনি।
অসমের এই ছেলে অসমীয়া গানের পাশাপাশি একাধিক বাংলা এবং হিন্দি গান গেয়েছেন। বি টাউনে কেরিয়ার শুরু করেছিলেন ১৯৯৪ সালে। ‘গদ্দার’ ছবির ‘বেটা আপনি মা সে’ গানটি তার গলাতেই গাওয়া। এই একটা গানই তাকে এনে দেয় জনপ্রিয়তা। এরপর তিনি গেয়েছেন ইয়া আলি’ থেকে শুরু করে বাংলার ‘মন মানে না’ হয়ে ‘তেরা চেহরা’।
তবে সাম্প্রতিক অতীতে জুবিনকে নিয়ে চর্চা অবশ্য তার গানের জন্য নয় বরং বিতর্কের জন্য হয়েছে। এই যেমন গত বছরই তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল, স্টেজে উঠে তার গলা জড়িয়ে যাচ্ছিল। শ্রোতাদের দাবি ছিল, তিনি নাকি মদ্যপ অবস্থায় স্টেজে উঠেছিলেন। কেউ কেউ বলেছিল, জুবিন নাকি অসুস্থ ছিল।
কিছুদিন আগে টিভি9 বাংলার কাছে সবকিছু নিয়ে মুখ খোলেন জুবিন। তিনি জানান, ‘আমি বলিউডকে পছন্দ করি না’। কারণ জিজ্ঞেস করা হলে জুবিনের জবাব, ‘আমি পাহাড়ের মানুষ। ওই রকম কংক্রিটের জীবন আমার চাই না। বলিউডে কাজ করলে মুম্বইয়ে থাকতে হবে। আর সেখানে থাকা মানে অর্ধেক জীবন তো ট্র্যাফিকেই কেটে যাবে’।
গায়কের সংযোজন, ‘এর থেকে অনেক ভালো পাহাড়ে থাকি আমি, নদীর গন্ধ নিই, মাছ খাই আর মাটির কাছে থাকি। আমি একটু অন্য রকম মানুষ। আমার বেশ কিছু দায়িত্ব রয়েছে’। এরপর বলিউডে তার কাজ না পাওয়া নিয়ে জিজ্ঞেস করা হলে বলেন, ‘এসব কথা বললে আমার কিছু যায় আসে না। আমি ওখানে (অসমে) রাজার মতো থাকি’।
গত বছরের স্টেজ শো নিয়ে হওয়া বিতর্ক নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। উত্তরে তিনি বলেন, ‘আমি বিতর্কের মানুষ। ইচ্ছে না করলে আমি গান করি না, আবার ইচ্ছে হলে গান গাই। আমার নিজের কোনও সীমা নেই, তাই যা তা করি। আমি পাখির মতো উড়ি… সেই ফিনিক্স পাখির মতো’।