SIP

SIP: ৩০ বছর বয়সে মাসে ৫ হাজার টাকা SIP-তে রাখলে রিটার্ন আসবে ১ কোটির ওপরে! জানুন কিভাবে?

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা রাখার পরিবর্তে শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে অর্থ বিনিয়োগ করছেন। এর কারণ হলো এসআইপি এবং মিউচুয়াল ফান্ডে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়।

এখানে মাত্র ১০০ টাকা দিয়েই এসআইপিতে(SIP) বিনিয়োগ শুরু করা যায়। তবে এক্ষেত্রে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সময়ে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারলে মোটা টাকা রিটার্ন আসবে। ২০২৩ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয়রা ১,৮৩,৭৪১ কোটি টাকা এসআইপিতে বিনিয়োগ করেছেন।

প্রত্যেক বছরই এই বিনিয়োগের সংখ্যা আরো বাড়ছে। ধরুন, একজন ৩০ বছর বয়সী ব্যক্তি প্রত্যেক মাসে ৫ হাজার টাকার এসআইপি করেছেন। তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এখন যদি ওই ব্যক্তি টানা আরও ৩০ বছর অর্থ বিনিয়োগ করেন তাহলে তার মোট অর্থ বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৮ লাখ টাকা।

SIP

আরও পড়ুন: Vande Bharat: ঝামেলা-ঝক্কির দিন শেষ, এবার মাত্র ১.৩০ মিনিটে পৌঁছে যাবেন দিল্লি!

এরপরে ১২ শতাংশ করে যদি রিটার্ন ধরা হয় তাহলে তিনি সুদ হিসাবে পাবেন ১.৫৮ কোটি টাকা। আর সুদ এবং আসল মিলিয়ে তিনি টোটাল পাবেন ১.৭৬ কোটি টাকা। এখানে বিনিয়োগকারীদের বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে মাসিক, ত্রৈমাসিক এবং ৬ মাসে একবারও বিনিয়োগ করা যায়। এর পাশাপাশি প্রয়োজন পড়লে এসআইপি বন্ধ করা যায় এবং তুলে নেওয়া যায়। তবে যেহেতু এসআইপিতে বাজারগত ঝুঁকি রয়েছে। তাই অনেকেই এখানে অর্থ বিনিয়োগ করতে ভয় পান।

Avatar

Papiya Paul

X