করোনা মোকাবিলায় এবার আরও উন্নত মুম্বই প্রশাসন। সেখানে সাধারণ মানুষের ক্রিনিং-এর জন্য এসে গিয়েছে বিশেষ এক ধরণের হেলমেট। যার সাহায্যে ১ মিনিটে করা যাবে ২০০ জনের থার্মাল স্ক্যান। সেকেন্ডের ১৩-১৪ জনকে এই হেলমেট স্ক্রিন করতে সক্ষম বলে জানা যাচ্ছে। হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে স্ক্যান করা হয় ব্যক্তিদের। এরপর হাতে লাগানো একটি অত্যাধুনিক ঘড়ি জানিয়ে দেয় কার দেহের তাপমাত্রা কতো। এরকম ৪টি হেলমেট এখন রয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে পুণেতে দুটি এবং মুম্বইয়ে ২টি।