ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,পাইথন,টুইটার,Viral Video,Social Media,Twitter,Python

Moumita

সিঁড়ি বেয়ে উঠছে বিরাটাকার পাইথন, ভিডিও দেখলে গা শিউরে উঠবে আপনারও

হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ-সিংহের কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম পাঁচ হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই। এই তালিকায় রয়েছে পৃথিবীর অন্যতম বিষধর প্রাণী ‘সাপ’। আজকাল প্রায়শই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। যার মধ্যে কিছু কিছু সাপ নির্বিষ হলেও একটা আস্ত মানুষ গিলে ফেলার সামর্থ্য রাখে। এমনই একটা প্রজাতি হলো পাইথন।

   

এমনিতেই আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন পাড়া গাঁয়ে বর্ষাকাল এলেই সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের কামড়ে মৃত্যুও যে হয়না এমনটা নয়। এমতাবস্থায় সরকার থেকেও অতিরিক্ত সুরক্ষার জন্য সতর্ক করা হয় সবাইকে। তবুও সবসময় যে বিপদ এড়ানো যায় এমনটা নয়। সম্প্রতি এই সাপেরই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ সাপ যে সে সাপ নয়, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ পাইথন। যাকে আমরা অজগর বলেও চিনি। পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ হলো এটি। বিষহীন আদিম এই সাপ কাউকে ছোবল না মারলেও গোটা গিলে খেতে পারে পশু-পাখি,এমনকি মানুষকেও। আর এই বিশালাকার পাইথনেরই একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে বহুবার বহু সাপের ভিডিও আমরা দেখেছি। তবে এইরম বিভৎস কান্ড বোধহয় এই প্রথম। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে সিঁড়ির ধারে দেওয়াল বেয়ে উপরে উঠছে বিশালাকার সাপটি। পুরো মিলমিশ কালো রঙের এই সাপটি দেওয়ালের সাথে এমনভাবে পেঁচিয়ে রয়েছে যাতে তার মুখ পরিষ্কার বোঝাও যাচ্ছেনা। ভুলবশতও ঐ দেওয়ালে হাত দিয়ে ফেললেই নেমে আসবে চরম বিপদ।

প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত নন্দা নামক এক আইপিএস অফিসার টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘উপরে ওঠার জন্য সবসময় সিঁড়ির প্রয়োজন হয় না’। আর পোস্টটি প্রকাশ্যে আসতেই ব্যাপক ছড়িয়েছে নেট মাধ্যমে। একজন ইউজার কমেন্টে লিখেছেন, ‘যিনি ভিডিওটি করেছেন তার সাহসকে অনেক প্রণাম’। মাত্র ৩২ সেকেন্ডের এই ভিডিওটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।