Sohini Sengupta

anita

Sohini Sengupta: ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করে কেমন কাটছে জীবন? যা জানালেন সোহিনী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতে অসমবয়সী তারকাদের প্রেম নিয়ে কম বিতর্ক হয় না। বাংলা ইন্ডাস্ট্রির এমনই এক অসম বয়সী দম্পতি হলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। সপ্তর্ষির থেকে সোহিনী বয়সে মাত্র ১৪ বছরের বড়। একসময় যা নিয়ে কম নিন্দার মুখে পড়েননি এই দম্পতি।

   

তবে নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন যাবৎ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মেয়ে সোহিনী হলেন অভিনয় জগতের পরিচিত মুখ। অন্যদিকে তাঁর স্বামী সপ্তর্ষি মৌলিক  মঞ্চ অভিনেতার পাশাপাশি ইদানিং বাংলা সিরিয়ালের জগতেও বেশ পরিচিতি অর্জন করেছেন।

নান্দীকার নাট্যগোষ্ঠীর দৌলতেই আলাপ হয়েছিল দুজনের। তবে বয়সে অনেক ছোট অভিনেতাকে বিয়ে করায় শুরু থেকেই নিন্দার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। বয়সের এই পার্থক্যের জন্যই তাঁদের  সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা চলতে থাকে নানা মহলে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Moulik,সোহিনী সেনগুপ্ত,Sohini Sengupta,সম্পর্ক,Relationship,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে নিজেদের সম্পর্ক নিয়ে ইতিপূর্বে বহুবার খুলেছেন সোহিনী-সপ্তর্ষি দুজনেই। সম্প্রতি এক সংবাদমাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে আরো একবার মুখ খুলে ছিলেন এই জুটি। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, ‘কিছু মিল আছে বলেই তো প্রেম হয়েছিল। প্রেম হওয়ার পর আমরা পরস্পরের জন্য পাল্টে গেছি ব্যাপারটা সেরকম নয়। মিল ছিল বলেই প্রেম হয়েছিল।’

আরও পড়ুন: ছবির এই খুদেই এখন বং-ক্রাশ! বিয়ে ভাঙার পর চুটিয়ে করছেন প্রেম চিনলেন কে ইনি? 

এদিন অভিনেত্রীর কথায় জানা যায় তিনি নাকি সপ্তর্ষির ঠাম্মার কাছে নিজেই আগ বাড়িয়ে জানিয়েছিলেন নিজেদের প্রেমের কথা। এপ্রসঙ্গে সোহিনী এদিন বলেছেন, ‘ঠাম্মার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন তাঁর ৮৯ বছর বয়স। ঠাম্মাকে বলেছিলাম, আমরা ভেবেছি বিয়ে করব। আমি ওর থেকে ১৪ বছরের বড়।’

বাংলা সিরিয়াল,Bangla Serial,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Moulik,সোহিনী সেনগুপ্ত,Sohini Sengupta,সম্পর্ক,Relationship,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

পুরোনো দিনের মানুষ হয়েও জবাবে সপ্তর্ষির ঠাম্মা সেদিন বলেছিলেন, ‘আমার মায়ের মা ফরিদপুরে মহিলা পত্রিকা চালাতেন। আমি সেই বাড়ির মেয়ে। তাই আমাকে এসব কথা বোলো না। যদি ভালোবাসা থাকে তাহলে বিয়ে কর। কিন্তু হঠাৎ করে কালকে মনে হবে পরস্পর পরস্পরকে ছেড়ে দিলে, আর ভালো লাগছে না, এই সব কোরো না।’