solanki roy replaced by srijala guha for a webseries

Moumita

এই বিশেষ কারণের জন্য ওয়েব সিরিজে কাজ হারালেন শোলাঙ্কি! খড়ির বদলে এন্ট্রি নিলেন সৃজলা

কিছুদিন আগেই খড়ি চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শোলাঙ্কি(Solanki Roy)। কারণ হিসেবে জানিয়েছিলেন, তার শরীর ভালোনা আর তাই এখন কেবল নিজেকে সময় দিতে চান। সেই মত ছুটি কাটাতে বেরিয়ে পড়েছিলেন শিমলার উদ্দেশ্যে। খবর ছিল শিমলা থেকে ফিরেই শুরু করবেন OTT-র কাজ। কিন্তু এখানেও হয়ে গেল ঘোটালা।

   

কারণ এই নতুন ওয়েব সিরিজেও(Web Series) হয়ে গেল হিরোইন বদল। শোলাঙ্কির জায়গায় চলে এল এক নতুন অভিনেত্রী। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজের প্রধান মুখ হবেন শোলাঙ্কি। আর তার বিপরীতে অভিনয় করবেন সত্যম ভট্টাচার্য। যাকে এর আগে আপনারা দেখেছেন ‘বল্লবভপুর’ ছবিতে।

কিন্তু হঠাৎ করেই খবর রাহুল মুখোপাধ্যায়ের এই কমেডি সিরিজ থেকে বাদ পড়েছেন শোলাঙ্কি। নায়িকাকে বোল্ড আউট করে সেই জায়গা নিয়ে নিয়েছেন সৃজলা গুহ। তবে হঠাৎ রদবদল কেন? জানা গেছে পরিচালকের সঙ্গে কোন কারণে মনোমালিন্য হওয়াতেই নাকি এই সিদ্ধান্ত‌। আর সুযোগ চলে গেছে সোজা সৃজলার হাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই ওয়েব সিরিজে অনেক চেনা মুখকেই দেখতে পাবেন আপনারা। যারমধ্যে উল্লেখযোগ্য হল কাঞ্চন মল্লিক থেকে চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখ। এদিকে শোলাঙ্কির কথা বললে খুব শীঘ্রই মুক্তি পাবে তার নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন বিক্রম।

এদিকে ছোটপর্দার কথা বললে, এখন আর সিরিয়াল করার কোন পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। অনেকদিন পর বড়োপর্দায় ফিরছেন তাই আপাতত সেটাই উপভোগ করতে চান। পাশাপাশি ওয়েব সিরিজের প্ল্যানিং-ও নাকি চলছে। এই ওয়েব সিরিজ হাতছাড়া হলেও খুব শীঘ্রই হয়ত নতুন কোন প্রোজেক্টের খবর পাওয়া যেতে পারে।