Papiya Paul

সব দেশের নিজস্ব পতাকা রয়েছে, কিন্তু পৃথিবীর পতাকা কেমন দেখতে? দেখলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ General Knowledge Quiz: শুধুমাত্র চাকরির(Job) পরীক্ষা নয়, নিজেদের জ্ঞানের ভান্ডার বাড়ানোর জন্য সাধারণ জ্ঞান জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। দেশ বিদেশের বহু অজানা তথ্য জানা যায় এই সাধারণ জ্ঞানের(General Knowledge) মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে পাঠকদের জন্য বেশ কিছু অজানা প্রশ্ন-উত্তরের সম্পর্কে আপনাদের জানাবো।

   

১) প্রশ্নঃ ভারতের কোন জায়গায় যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে? 
উত্তরঃ ভারতের উত্তরে সেন্টিনেল দ্বীপে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

২) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ মৌলানা আবুল কালাম আজাদ।

৩) প্রশ্নঃ তাজমহলের প্রধান স্থপতি হিসাবে কাকে বিবেচনা করা হয়?
উত্তরঃ ওস্তাদ আহমদ লাহৌরীকে।

৪) প্রশ্নঃ ভারতের চিংড়ির রাজধানী নামে কোনটি পরিচিত? 
উত্তরঃ নেল্লোর।

৫) প্রশ্নঃ ভারতের কোন শহরকে সুগন্ধির শহর বলা হয়? 
উত্তরঃ উত্তরপ্রদেশের কৌনজ শহরকে বলা হয় সুগন্ধির শহর।

৬) প্রশ্নঃ ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম কোথায় হয়?
উত্তরঃ দেবপ্রয়াগে।

৭) প্রশ্নঃ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড লিটন।

৮) ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট শূন্য আবিষ্কার ছাড়া আর কী আবিষ্কার করেছিলেন?  
উত্তরঃ পৃথিবী গোলাকার এবং এটি নিজের অক্ষের উপর ঘুরছে।

৯) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

১০) প্রশ্নঃ ইউরিয়াতে কোন মৌলের পরিমাণ অধিক থাকে?
উত্তরঃ নাইট্রোজেন।

১১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে আঁকাবাঁকা নদী কোনটি? 
উত্তরঃ কোসি নদী।

১২) প্রশ্নঃ ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি?
উত্তরঃ জয়সলমীর।

১৩) প্রশ্নঃ ভারতীয় কারাগারে কতজন অপরাধী বন্দী রয়েছে জানেন?
উত্তরঃ বিশ্বের কারাগারে সবচেয়ে বন্দীর তালিকায় চার নম্বরে রয়েছে ভারত, যেখানে বিভিন্ন কারাগারে প্রায় ৫ লাখ ৫৪ হাজার মানুষ বন্দী রয়েছে।

১৪) প্রশ্নঃ ভারতের টোডা উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ নীলগিরি পর্বতের পাদদেশীয় অঞ্চল।

১৫)প্রশ্নঃ সব দেশেরই তো জাতীয় পতাকা রয়েছে, পৃথিবীর পতাকা কেমন দেখতে জানেন?
উত্তরঃ পৃথিবীর আন্তর্জাতিক পতাকার নকশায় ৭টি চক্র আছে। যেগুলি একে অপরের সাথে যুক্ত।  এটি দেখতে ফুলের আকার মতো। এই পতাকাটির বৃত্তের সংখ্যা ৭টি মহাদেশকে প্রতিনিধিত্ব করে এবং নীল ব্যাকগ্রাউন্ড, যা এই গ্রহের অপরিহার্য জলকে প্রতিনিধিত্ব করে।