পাত্রীকে ছেড়ে মায়ের প্রেমে মত্ত, বিয়ের ৯ দিন আগেই পালালো শাশুড়ি-জামাই

Son in Law fled with Mother In Law 9 day before Wedding

পাত্রীকে ছেড়ে মায়ের প্রেমে মত্ত, বিয়ের ৯ দিন আগেই পালালো শাশুড়ি-জামাই

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কথায় বলে প্রেমের  না হয় কোনো বয়স, আর না জাত-পাত-ধর্ম দেখা হয়। সম্প্রতি এই কথাটি সত্যি প্রমাণিত হল উত্তরপ্রদেশের আলীগড় জেলার মডরাক থানা এলাকায় ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনায়। এখানে এক এক মেয়ের মা তার মেয়ের হবু বর অর্থাৎশাশুড়ি তার জামাইকে সঙ্গে নিয়ে বিয়ের (Wedding) ৯ দিন আগে পালিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুরো এলাকা জুড়ে হইচই পড়ে গিয়েছে।

শাশুড়ির সাথে পালালো জামাই

যেমনটা জানা যাচ্ছে, আগামী ১৬ এপ্রিল মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজনও পুরোদমে চলছিল। কিন্তু হঠাৎ করেই মেয়েটির মা এবং হবু বর নিখোঁজ হয়ে যায়। শুধু তাই নয়, ওই মহিলা বিয়ের জন্য রাখা প্রায় আড়াই লাখ টাকা এবং সোনা-রুপার গয়না নিয়ে পালিয়েছেন। গোটা ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে গেছেন এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

গোপনেই চলছিল শাশুড়ি-জামাইয়ের প্রেম

পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটির মা নিজেই এই বিয়ের সম্পর্ক ঠিক করেছিলেন। পরবর্তীতে হবু বর নিয়মিত তাদের বাড়িতে আসতেন। এমনকি হবু শাশুড়িকে একটি মোবাইল ফোনও উপহার দিয়েছিলেন। সেই মোবাইল ফোনের মাধ্যমে দুজনেই গোপনে কথা বলতেন। পরিবারের লোকেরা ভেবেছিলেন, বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কেউই বুঝতে পারেননি যে এই সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে ফের ছুটি ঘোষণা করলেন CM মমতা, কবে? জেনে নিন দিনক্ষণ

মেয়েটির হবু বর বেরোনোর আগে জানিয়েছিল যে বিয়ের জন্য শপিংয়ে যাচ্ছে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। একই সময়ে মেয়েটির বাড়ি থেকে খবর আসে যে তার মা নিখোঁজ। তারপর আলমারি খুলে দেখা যায়, বিয়ের জন্য রাখা টাকা ও গয়না সব উধাও। এর পরই বোঝা যায় যে তারা দুজন পালিয়ে গেছে। পুলিশের কাছে গোটা ঘটনা জানানো হয়েছে। ইতিমধ্যেই নিখোঁজের মামলা দায়ের করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ দ্রুত এই রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

সঙ্গে থাকুন ➥