Soumitrisha Kundu

anita

Soumitrisha Kundu: তুমি নিন্দা কর আমি জেনে গেছি! নাম না করেই নিন্দুকদের ধুয়ে দিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যাঁকে ছোট পর্দার দর্শকরা চেনেন ‘মিঠাই’ (Mithai) নামেই। জি বাংলার সুপারহিট মেগা সিরিয়ালে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই সিরিয়ালে অভিনয়ের সুবাদেই বাংলা জোড়া খ্যাতি পান সৌমিতৃষা।

   

আর এই ধারাবাহিক শেষ হতে না হতেই বড় সুযোগ আসে তাঁর কাছে। অভিনেত্রীর মুকুটে জুড়ে যায় নতুন পালক। এক লাফে তিনি সুযোগ পেয়ে যান বড় পর্দায় অভিনয় করার। তাও আবার টলিউড সুপারস্টার দেবের নায়িকা হয়েছিলেন তিনি।  আর তারপর থেকেই একাধিকবার অভিযোগ উঠেছে বড় পর্দায় অভিনয় করতেই অহংকারি হয়ে গিয়েছেন সৌমিতৃষা।

দর্শকরা তো বটেই এই একই অভিযোগ এনেছেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির একাধিক সহ অভিনেতা-অভিনেত্রীরাও। যদিও নিন্দুকদের সেই সমস্ত মন্তব্যকে  বরাবরই বুড়ো আঙুল দেখিয়ে পজেটিভ অ্যাটিটিউড নিয়েই চলতে পছন্দ করেন সৌমি। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট করে নিন্দুকদের এক হাত নিয়েছিলেন অভিনেত্রী।

Mithai

সৌমিতৃষার সেই পোস্টে লেখা ছিল ‘যদি দেখো আনফ্রেন্ড হয়ে গেছো, তাহলে ভেবে নিও তুমি যে নিন্দা করে বেড়াও সেটা আমি জেনে গেছি।’ এখানে অভিনেত্রী কারোর নাম উল্লেখ না করলেও অনেকেই অনুমান করছেন এটি আসলে অভিনেত্রী তাঁর কোনো  সহকর্মীর উদ্দেশ্যেই লিখেছেন। প্রসঙ্গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এমনই একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে মিঠাই সিরিয়ালের তোর্সা  অভিনেত্রী ত্বন্নী লাহা রায়।

আরও পড়ুন: ‘আমার মনের রঙ এখন লাল’, ভরা বসন্তে কে রঙ দিল অনুরাগের ছোঁয়ার সূর্যের মনে?

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সোশ্যাল মিডিয়া,Social Media,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

একসময় খুবই ভালো বন্ধু ছিলেন তাঁরা। যদিও কিছুদিন আগে তাঁকে নাকি  ইনস্টাগ্রামে আনফলো করেছেন সৌমি। কিছুদিন আগে তন্বীও  ইনস্টাগ্রামে লিখেছিলেন ‘প্রিয় অভিনেতা, অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলে। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া। পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূরে পৌঁছা! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলে কেন? কোলাব করে রেখেছিলে কেন? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুও চাইব আরও ভাল হোক, ভগবান মঙ্গল করুক।’