Arijit

অধিনায়ক সৌরভের এই তিনটি সিদ্ধান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিল ভারতীয় ক্রিকেটকে

সৌরভ গাঙ্গুলি যখন ভারতীয় দলের দায়িত্ব নেন অর্থাৎ অধিনায়ক হন তখন ভারতীয় ক্রিকেট দলের খুবই কঠিন সময় চলছিল। সেখান থেকে বেশকিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি ভারতকে একটি শক্তিশালী দল হিসেবে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করেন।
দেখে নেওয়া যাক সৌরভের সেই সমস্ত সাহসী সিদ্ধান্ত গুলি:-
1) মিডল অর্ডার ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগকে একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করে তিনি শেওয়াগ ও ভারতীয় ক্রিকেটের কেরিয়ার বিরাট পরিবর্তন আনেন।
2) কলকাতায় ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সচিনকে দিয়ে বোলিং করিয়ে অজি ব্যাটিংয়ে আঘাত হানে সৌরভ এবং সচিনকে একজন বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে।
3) দল থেকে বাদ পড়তে চলা রাহুল দ্রাবিড়কে একজন উইকেটরক্ষক হিসেবে আবিস্কার করে দলে রাহুলের স্থান পাকা করেন। সেই রাহুলই ভবিষ্যতে তারকা হয়ে ওঠেন।