Arijit

‘ভারতীয় ক্রিকেটকে মেরুদণ্ডহীন করে দেওয়ার চেষ্টা চলছে’, সৌরভকে ধুয়ে দিল রবি শাস্ত্রী

করোনার জেরে এই মুহূর্তে ফের ক্রীড়া ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করেছে। গত বছরের মতোই এই বছরও রঞ্জি ট্রফি স্থগিত করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই সিদ্ধান্তের জন্য এবার তোপের মুখে পড়তে হল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।

   

স্বাভাবিক ভাবে 13 ই জানুয়ারি থেকে এবারের রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি নি। তারপর চারিদিক থেকে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর চাপে পড়ে পুনরায় রঞ্জি ট্রফি আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিসিআই। বিসিসিআই কোষাধ‍্যক্ষ অরুণ ধামাকা জানিয়েছেন, ‘দুই দফায় রঞ্জি আয়োজনের চিন্তা ভাবনা করছে বিসিসিআই।’

তবে এরই মধ্যে প্রাপ্তন ভারতীয় হেডকোচ রবি শাস্ত্রী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করে বলেছেন, ” রঞ্জি ট্রফি ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। এই টুর্নামেন্ট এড়িয়ে যাওয়ার অর্থ ভারতীয় ক্রিকেটকে মেরুদণ্ডহীন করে দেওয়া।”