Arijit

নির্বাচকদের ঘনঘন অধিনায়ক বদলের বিষয়ে বেজায় চটেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর সব ফরমেটের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট তিনটি ফরমেটেরই অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত শর্মা ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক হলেও গত কয়েক মাসে সাতজন অধিনায়ক পরিবর্তন করতে হয়েছে ভারতীয় দলকে।

   

নির্বাচকরা যেভাবে ভারতের অধিনায়ক পরিবর্তন করছে। অর্থাৎ এত ঘনঘন অধিনায়ক পরিবর্তন একেবারেই পছন্দ নয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির।

তাঁর মতে, এতে ছন্দ নষ্ট হয়। বলেছেন, “অল্প সময়ে সাত অধিনায়কের ভাবনা মোটেই আদর্শ নয়। তবে কিছু কারণেই এটা করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকায় রোহিতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তার আগেই চোট পেয়ে গেল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার রাহুল চোট পেল। ইংল্যান্ডে রোহিত কোভিডে আক্রান্ত হল। এ সব ক্ষেত্রে কাউকে দোষারোপ করা যায় না।”