Arijit

শ্রীলঙ্কার পরিবর্তে কোন দেশে হবে এশিয়া কাপ? জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

এই মুহূর্তে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। আর দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্যই এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কা জানিয়ে দিল তাদের দেশে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।

   

শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে কোন দেশে হবে এশিয়া কাপ? এই নিয়ে চলছিল জল্পনা। অনেকেই আবার এশিয়া কাপ ভারতে হওয়ার জল্পনা তৈরি করেছিলেন। তবে এই দিন সেই জল্পনা খারিজ করে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়ে দিলেন ভারতে হচ্ছে না এশিয়া কাপ।

সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন এবারের এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমির শাহীতে। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।’’