Arijit

‘এক সময়ের সতীর্থ এবার ভারতের হেডকোচ’, রাহুল প্রসঙ্গে বিশেষ বার্তা সৌরভের

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। একদিকে যখন আবুধাবিতে ভারত- আফগানিস্তান ম্যাচ চলছে অপরদিকে সেই সময়ই এক বিশেষ ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।

   

বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আরপি সিং এবং সুলক্ষণা নায়েকের উপদেষ্টা কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছেন। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ থেকেই তিনি ভারতীয় দলের দায়িত্ব নেবেন।’

বেশ কয়েক দিন ধরেই ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন এই নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। ভারতীয় দলের পরবর্তী হেডকোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে রাহুল দ্রাবিড় হেড কোচ হলেও ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয় নি।

বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে রাহুল দ্রাবিড় প্রসঙ্গে সৌরভ বলেছেন, “রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে পেরে বিসিসিআই গর্বিত। রাহুলের দুর্দান্ত ক্রিকেট জীবন রয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। এনসিএ-তে থাকাকালীন একাধিক তরুণ ক্রিকেটারকে নিয়ে নাড়াচাড়া করেছে দ্রাবিড়, যারা পরবর্তী কালে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আশা করি কোচ থাকাকালীন ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে ও।”