Arijit

টি-২০ বিশ্বকাপ জেতার জন্য কোহলিদের বিশেষ পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি

এই মুহূর্তে ভারতীয় দলে অনেক প্রতিভা রয়েছে। অনেক নতুন নতুন তরুণ ক্রিকেটারদের উদয় হয়েছে। যারা দুর্দান্ত পারফরম্যান্স করে সারা বিশ্বের নজর কাড়ছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে ভারতীয় দলকে আরও অনেক বেশি পরিণত পারফরম্যান্স করতে হবে। এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

   

2003 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর ভারতীয় দল। সেই হারের জ্বালা এখনো পর্যন্ত ভুলতে পারেননি তিনি। আর সেই হার থেকে শিক্ষা নিয়ে সৌরভ মনে করেন বিশ্বকাপ জেতা কখনই সহজ ব্যাপার নয়। একটা বিশ্বকাপ জিততে হলে পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনাল ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে হয়, তবেই বিশ্বকাপ জেতা যায়।

এছাড়াও সৌরভ বলেছেন, “ভারতীয় দলে অনেক প্রতিভা রয়েছে। আন্তর্জাতিক স্তরে রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে গেলে অনেক পরিণত পারফরম্যান্স করতে হয়। সেটা যদি ভারতীয় দল ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে বিশ্বকাপ জেতা অনেক সহজ হয়ে যাবে।”