জি বাংলা ছেড়ে স্টার জলসায় সৌরভ, জানেন কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন মহারাজ?

Sourav Ganguly

জি বাংলা ছেড়ে স্টার জলসায় সৌরভ, জানেন কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন মহারাজ?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: দুই শোয়ের জন্য বছরে মোট ৩৪ দিন করে সময় দেবেন। ‘দাদাগিরি’ ছেড়ে এবার কি নতুন শোয়ের দিকে পা বাড়ালেন ক্রিকেটের মহারাজা (Sourav Ganguly)! আবার আসবেন মিঠুন চক্রবর্তী? জানা গিয়েছে, ৪ বছরের জন্য দাদার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি করেছে স্টার জলসা। জি বাংলা নয়, অর্থাৎ এবার স্টার জলসার বিশেষ কুইজ শোতে ‘দাদাগিরি’ করবেন সৌরভ গাঙ্গুলি। এই খবরে সম্প্রতি সিলমোহরও দিয়েছেন নিজেই।

২০২৬ সালের জুলাই থেকে স্টার জলসার পর্দায় দুটি শো সঞ্চালনায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। ‘বিগবস’ ও নতুন কুইজ শো সঞ্চালনা করবেন তিনি। এই প্রসঙ্গে এদিন দাদা আনন্দবাজারের এক সাক্ষাৎকারে জানান, নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে তাঁকে। নতুন নতুন কাজ, নতুন কিছু করার নেশা সারাক্ষণ তাঁকে তাড়িয়ে বেড়ায়। সেই কারণেই এবার নতুন চ্যানেলে নতুন রূপে আমাদের বাংলার গর্ব সৌরভ।

আরও পড়ুন: সংসার হয়নি, ডিভোর্সের পর বিয়েও করেননি আর! চেনেন কাঞ্চনের প্রথম স্ত্রীকে

আসলে সৌরভ বরাবরই কাজ পাগল মানুষ। বলেন, ‘আমায় কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই। দর্শক ‘দাদাগিরি’ দেখতে ভালবাসেন। আমায় ভালবাসেন। আমায় দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁরা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়! আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভালো ফল করে।’ এই সাক্ষাৎকারে সৌরভআবার দাবি করেন, সকলের মুখে হাসি দেখলে পারিশ্রমিক, টাকা এইসব তিনি গুরুত্ব দেন না।

দাদার দাবি, ‘এখন আর টাকার নেশায় কোনও কাজ করি না। কাজের নেশায় কাজ করে যাই। আরও ভাল কী করতে পারি, এই ভাবনা আমায় দৌড় করায়। এখনও কাজের খিদে কমেনি। যত দিন এই খিদে থাকবে, কাজ করেই যাব।’ শো সঞ্চালনা ছাড়াও ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে অনেক আয় দাদার। বলতে বাধ্য হচ্ছি, বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন এখন তিনিই। তাঁর টাকার অঙ্কের ধারেকাছে নেই কোনও অভিনেতাও।

সঙ্গে থাকুন ➥