Cinema

Moumita

এবার মুখোমুখি লড়াইয়ে সাউথ বনাম বলিউড! ফাঁস শাহরুখের ‘ডানকি’ ও আল্লুর ‘পুষ্পা ২’-র রিলিজ ডেট

হল বিমুখ দর্শকদের হলে ফিরিয়ে এনেছিল আল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা’ (Pushpa) ছবিটি। একাধিক রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়েছিল ছবিটি। দক্ষিণী ছবি পুষ্পা দ্য রেইজ ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পারাজ আল্লু অর্জুন ও শ্রীভল্লির ভূমিকায় মাত দিয়েছেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। তারপর থেকেই ছবির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছে ভক্তরা।

   

গত বছরের শেষের দিক থেকেই ছবিটি দেখার জন্য অপেক্ষা করে আছে দর্শকরা। কবে বড় পর্দায় পুষ্পারাজ-শ্রীভল্লির অন স্ক্রিন কেমেস্ট্রি ফিরবে সেই আশাতেই দিন গুনছে জুটির ভক্তরা। তারমধ্যেই বহুবার পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। তবে এবার বোধহয় অপেক্ষার অবসান হওয়ার পালা। কারণ অবশেষে সামনে এসেছে ছবি মুক্তির তারিখ।

জানা গেছে পুষ্পা জ্বরে কাবু দর্শককে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদিও ছবির নির্মাতারা ছবি মুক্তির প্রসঙ্গে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনও দেননি। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছবিটি ২০২৪ সালে নয়, এ বছরই মুক্তি পাবে। সূত্রের খবর, ছবিটি চলতি বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ‘পুষ্পা ২’ র শ্যুটিংয়ের দৃশ্য। ছবির সেই ক্লিপিং দেখে মন ভারাক্রান্ত শ্রীভল্লির ভক্তদের। কারণ ওই দৃশ্যে শেষ যাত্রায় দেখা যাচ্ছে পুষ্পারাজের স্ত্রীকে! এদিকে বছর শেষে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) ‘ডানকি’ ছবিটিও। এমতাবস্থায় এটি যে ২০২৩ এর সবচেয়ে বড় সংঘর্ষ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।