শ্রী ভট্টাচার্য, কলকাতা: গরমকাল পড়লেই বাঙালির মন ঘুরে বেড়ায় পাহাড় থেকে জঙ্গলে। পয়সার অভাবে সশরীরে গিয়ে ওঠা সম্ভব হয় না। তাই এই অসম্ভবকেই সম্ভব করতে উঠে পড়ে লাগল রেল। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার সুযোগ দিতে নিয়ে এল দারুণ রুট প্ল্যান। সবাই সুযোগ পাবেন।
আবার পুরুলিয়ায় বেড়াতে গিয়েও মনটা সমুদ্র সমুদ্র করছে! চিন্তা নেই। সুযোগ নিয়ে হাজির IRCTC। মালদা-দিঘা বিশেষ ট্রেন চালু করেছে দক্ষিণপূর্ব রেল। সঙ্গে দিঘা থেকে মালদা ফেরার সময়ও ধরতে পারবেন বিশেষ ট্রেন। এই ট্রেনেই দিঘা যেতে পারবেন বাঁকুড়া ও পুরুলিয়ার পর্যটকরা। স্টপেজ দেওয়া হবে কাঁথি, তমলুক, পাঁশকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, মে থেকেই চালুর পথে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো! প্রকাশ্যে বড় খবর
ট্রেনে দিঘা থেকে পুরুলিয়া যাওয়ার টাইম টেবিল
গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন – দিঘা মালদা টাউন গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি নিম্নলিখিত সময় অনুসারে চলবে।

উপরোক্ত বিশেষ ট্রেনগুলি রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল জংশন, আদ্রা, বিষ্ণুপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি স্টেশনগুলিতে উভয় দিকে থামবে। যদিও মালদা থেকে বিশেষ ট্রেনটি কয়েকটি নির্দিষ্ট দিনে ছাড়বে।
মালদা থেকে বিশেষ ট্রেন কবে ছাড়বে?
- এপ্রিল মাসে দু’দিন ১৯ এবং ২৬ এপ্রিল ছাড়বে।
- মে মাসে পাঁচদিন ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১ মে তারিখে ছাড়বে।
- জুন মাসে দু’দিন ৭ এবং ১৪ জুন তারিখে ছাড়বে।
SUMMER SPECIAL TRAIN BETWEEN MALDA TOWN AND DIGHA pic.twitter.com/jdvNaOcneM
— Eastern Railway (@EasternRailway) April 17, 2025