Koushik Dutta

১৫ কিলোমিটার দুর থেকেও শোনা যাবে রাম মন্দিরের ঘন্টার শব্দ, সোনা-রুপো দিয়ে হচ্ছে তৈরি

অযোধ্যার রাম মন্দির যখন বিশেষ, তখন মন্দিরের ঘন্টাও যে একটু আলাদা হবে তা বলাই বাহুল্য৷ জানা যাচ্ছে, ১৫ কিলোমিটার দুর থেকেও শোনা যাবে ঘন্টার আওয়াজ। লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ৫ ফুটের এই ঘন্টা তৈরি করা হচ্ছে আট রকম ধাতু দিয়ে। তাতে থাকছে সোনা, রুপো, পেতল, সিসা, দস্তা, লোহা, টিন, পারদ। ওজন হতে চলেছে ২ হাজার ১০০ কেজি।