Indian Railways

anita

Indian Railways: ভারতীয় রেলের বড়সড় উদ্যোগ! বিশেষ যাত্রীদের কষ্ট কমাতে এবার বসছে স্পেশ্যাল ক্যাম্প

নিউজ শর্ট ডেস্ক:  যাত্রীদের জন্য সব সময় নিবেদিত প্রাণ ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ। তাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতীয় রেলে একাধিক পরিবর্তন যেমন এসেছে সেই সাথে নিত্য নতুন পরিষেবা (Service) এনেছে ভারতীয় রেল। আর এবার পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে চালু করা হয়েছে  একটি বিশেষ ক্যাম্পিং (Special Campaigning)। 

   

বিশেষভাবে সক্ষম যাত্রীদের কষ্ট কমাতেই এবার এই ক্যাম্পিং এর ব্যবস্থা করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্পিং। দিব্যঙ্গজনদের (Divyangjan) আরও বেশি সুবিধা দিতেই এই নতুন উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা সাব ডিভিশন কর্তৃপক্ষ।

এই প্রচন্ড গরমে এমনিতেই নাজেহাল অবস্থা আম জনতার। তাই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতে শিয়ালদা অব্দি ছাড়পত্র নিতে আসতে না হয়, তার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। এরফলে এবার থেকে শারীরিক কিংবা মানসিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম যাত্রীরা নিজেদের এলাকা থেকেই রেলের ছাড়পত্র গ্রহণ করতে পারছেন।

ভারতীয় রেল,Indian Railways,বিশেষ ক্যাম্পিং,Special Campaigning,পরিষেবা,Service,দিব্যঙ্গজন কার্ড,Divyangjan Card,ছাড়পত্র,Concession,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ইতিমধ্যেই কৃষ্ণনগরে আয়োজিত শিবিরটি ব্যাপক সাড়া ফেলেছে বিশেষভাবে সক্ষম যাত্রীদের মধ্যে। মূলত দৃষ্টিহীন বা শ্রবণ শক্তিহীন যাত্রীদের পক্ষে এটি নিঃসন্দেহে একটি দারুন সুযোগ ছিল। জানা যাচ্ছে এবার পরবর্তী শিবিরটি বহরমপুরে আয়োজন করা হবে।

আরও পড়ুন: ট্রেনের সিট নিয়ে ঝগড়া-ঝাঁটির দিন শেষ! রেলের তরফে আনা হল একেবারে নতুন নিয়ম

মূলত এই বিশেষভাবে সক্ষম যাত্রীদের বিশেষ কনসেশনের আবেদন পত্র জমা করার জন্যই এই শিবির গুলির আয়োজন করা হয়েছে। এই শিবিরে যে কোন ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী-ই অংশগ্রহণ করতে পারবেন। তবে এই ক্যাম্পে সবার প্রবেশ অধিকার সমান বলে জানানো হয়েছে।

ভারতীয় রেল,Indian Railways,বিশেষ ক্যাম্পিং,Special Campaigning,পরিষেবা,Service,দিব্যঙ্গজন কার্ড,Divyangjan Card,ছাড়পত্র,Concession,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য  ইএমইউ ট্রেনে একটি আলাদা কম্পার্টমেন্ট থাকে। এছাড়া এক্সপ্রেস ট্রেনের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় পান তাঁরা। আগে এই সমস্ত যাত্রীদের সুবিধা অসুবিধায়  যোগাযোগ করতে হতো কলকাতার মেইন অফিসে। তবে এখন এই শিবিরগুলির মাধ্যমে সেই সমস্যার  সমাধান হবে বলে আশা রাখছে রেল কর্তৃপক্ষ।