Papiya Paul

ঘনিষ্ট প্রেম থেকে বিচ্ছেদ, ১৬ বছর পর ফের একসঙ্গে এই ছবিতে দেখা যাবে শাহিদ-করিনাকে!

নিউজশর্ট ডেস্কঃ বলিউডের(Bollywood) অন্যতম সুপারহিট জুটি শাহিদ কাপুর(Shahid Kapoor) এবং করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। টিভির পর্দায় তাদের একসঙ্গে দেখতে পছন্দ করতেন অসংখ্য ভক্তরা। তাদের অসাধারণ কেমিস্ট্রি মন জয় করে নিয়েছিল দর্শকদের।  ‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায় এই তারকা জুটিকে। তবে এই সিনেমাগুলোর মধ্যে থেকেও সব থেকে জনপ্রিয় সিনেমা হয়েছিল ‘জব উই মেট'(Jab We Met)

   

এখনো অনুরাগীদের মধ্যে এই সিনেমা নিয়ে আলোচনা চলে। পরিচালক ইমতিয়াজ আলীর এই ছবিতেই শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে। যদিও এরপরে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে সেখানে জুটি হিসেবে নয়। এমনকি দুজনকে এক ফ্রেমে দেখাও যায়নি। তবে এবার দর্শকদের দীর্ঘদিনের মনের ইচ্ছা হয়তো পূরণ হতে চলেছে। এবার খবর রয়েছে, শাহিদ এবং করিনা নাকি ফের একসঙ্গে ছবি করতে চলেছেন। এমনকি দুজনকে একই ফ্রেমে দেখতে পাবেন দর্শকেরা।

শোনা যাচ্ছে, ‘জব উই মেট ২’র জন্য শাহিদ এবং করিনাকে জুটি হিসেবে পেতে চাইছেন নির্মাতারা। তারা একসঙ্গে জুটি হিসেবে শেষ ছবি করেন ২০০৭ সালে। জানা যায়, এই ছবির শুটিং চলাকালীন দুজনের সম্পর্কে চির ধরে। তবে পেশাদার অভিনেতা হিসেবে ছবির কাজ তারা দুজনেই সম্পূর্ণ করেন। এমনকি ছবির কাজে যাতে কোন ব্যাঘাত না সৃষ্টি হয় সে বিষয়ে লক্ষ্য রাখেন দুজনে। আর তাই তো বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমার তালিকায় নাম রয়েছে ‘জব উই মেট’র। এখনো প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আদিত্য এবং গীতের রসায়ন মনে রয়ে গিয়েছে।

তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে পুরনো ছবিগুলো সিকুয়েল করলেই বলিউডের বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। সম্প্রতি এই সিক্যুয়েলের তালিকায় বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে ‘গদর ২’, আর তাই এই সিকয়েলের উপর নির্ভর করেই ‘জব উই মেট’র সিকুয়েল বানাতে চাইছেন নির্মাতারা। শোনা গেছে, এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন ইমতিয়াজ আলী। তবে ছবির নায়ক নায়িকা হিসেবে শাহিদ এবং করিনা চূড়ান্ত হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, ‘ইশ্‌ক ভিশ্‌ক’ ছবিতে শাহিদকে দেখে মনে ধরেছিল করিনার। ‘ফিদা’ ছবিতে একসঙ্গে কাজ করার পরে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক এতটাই গভীর ছিল যে দুজনে বিয়ে করবেন বলেও সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন। তবে এরপর হঠাৎ ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপরে করিনা বিয়ে করেন সাইফকে। আর শাহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে।