কৃশানু ঘোষ, কলকাতাঃ বিগত কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারার পর, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজেদের বিশ্বসেরা হিয়াবে প্রমাণ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য ২০২৫ সালের এশিয়া কাপ, যা ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা (Asia Cup Venue)।
এশিয়া কাপ ২০২৫-এর ভ্যেনু নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা
তবে, সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ ভারতে আয়োজন করার কথা থাকলেও, তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। খুব শীঘ্রই পাল্টে যেতে পারে এশিয়া কাপের ভ্যেনু। এক্ষেত্রে উল্লেখ্য, এশিয়া কাপ বিজয়ী দলের মাটিতেই পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে শেষ এশিয়া কাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।
কোথায় হবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫?
সম্প্রতি, পাকিস্তানের সামা টিভি নামক একটি সংবাদমাধ্যম অনুযায়ী জানা গিয়েছে, আসন্ন ২০২৫ এশিয়া কাপ এবার ভারতে অনুষ্ঠিত না হয়ে, তা সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই, এবং শারহজাজতে অনুষ্ঠিত হতে পারে। নিরপেক্ষ ভ্যেনু হিসাবে শ্রীলঙ্কাকেও বিবেচনা করার কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে, বিভিন্ন সুযোগ-সুবিধার দিক থেকে আরব আমিরশাহীকেই এগিয়ে রেখেছে এসিসি।
কেন ভারতে হবে না এশিয়া কাপ ২০২৫?
এসিসি-র এই সিদ্ধান্তের পিছনে ভারত ও পাকিস্তানের সম্পর্কেই দায়ী করা হয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। প্রায় এক যুগ কেটে গিয়েছে এই দুই দলের মধ্যে কোন দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এসিসি, বিসিসিআই কিংবা পিসিবি-র তরফ থেকে।
হাইব্রিড মডেল প্রয়োগ করা হতে পারে?
এক্ষেত্রে উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল তা ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ভারতীয় দলের আপত্তি থাকায় হাইব্রিড মডেলে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও হয়েছিল টুর্নামেন্টের কিছু অংশ। যেখানে শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজয় করে এশিয়ার সেরা টিম হিসাবে নিজেদের প্রমাণ করে ভারত।
আগে কবে প্রয়োগ করা হয়েছে হাইব্রিড মডেল?
এর আগেও, চলতি বছরে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেল গ্রহণ করে আইসিসি। যেখানে পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্ত্বেও ভারতের সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। এমনকি এরম নিয়ম করা হয়েছিল, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে না ওঠে তা পাকিস্তানে আয়োজন কড়া হবে, ভারত উঠলে সেই ম্যাচ আমিরশাহীতে আয়োজন করা হবে।
এশিয়া কাপ ২০২৫
তবে, চলতি বছরে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তা অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে। যেখানে ৮টি দল অংশ নেবে। তবে, এবারেও ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঠিক না হওয়ায় এবারেও হাইব্রিড মডেলকেই গ্রহণ করার কথা ভাবছে এসিসি বলে মনে করছেন অনেকেই। তবে এর আগে, চলতি বছরের মে মাসে গুজব রটেছিল এসিসি-র সমস্ত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেবে ভারত। তবে পরে বিসিসিআই এই গুঞ্জন প্রত্যাহার করে নেয়।