ইস্টবেঙ্গলেই থাকছেন দিমিত্রিওস! বাদ পড়বেন আর কজন?

East Bengal Transfer Update

ইস্টবেঙ্গলেই থাকছেন দিমিত্রিওস! বাদ পড়বেন আর কজন?

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরশুম শুরু হওয়ার আগে নিজেদের ঢেলে সাজিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal Transfer Update)। গত মরশুমে শুধু খারাপ পারফরম্যান্স নয়, চোটের সমস্যারও সম্মুখীন হয়েছিল ক্লাব। যা নিয়ে ফ্যানেদের নিরাশাও ছিল চোখে পড়ার মতো। এবার সেই সমস্ত অভিযোগের সমাধান করে, নতুন রূপে মাঠে নামতে প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাব।

ইতিমধ্যেই বাদ পড়েছেন তিন বিদেশি

হেড কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর অধীনে দলে ভারতের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার অভিষেক সিংকে নেওয়ার পাশাপাশি দল থেকে তিনজন বিদেশী খেলোয়াড়, ক্যামরুন স্ট্রাইকার মেসি বুলি, ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস, এবং স্প্যানিশ সেন্টার-ব্যাক হেক্টর ইউস্তে-কে ছেড়ে দেওয়ার তথ্য সামনে এসেছে।

অনিশ্চয়তা তৈরি হয়েছে আর কোন বিদেশিদের নিয়ে

এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দলের বাকি তিন বিদেশি ফুটবলার, ফরাসী অ্যাটাকিং মিডফিল্ডার মাদিহ তালাল, গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামনতাকোস, এবং স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো-কে নিয়ে। তবে, একটি সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন মরশুমে তিন সদস্যকে নিয়েই এগোতে চায় লাল হলুদ।

বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, উপরে উল্লেখিত তিন বিদেশিদের মধ্যে দিমিত্রিওস দিয়ামানতাকোস নিয়ে খুব বেশি অনিশ্চয়তা তৈরি হলেও এখনই তাঁকে ছাড়ছে না ক্লাব কর্তৃপক্ষ। ওই তিন বিদেশিকে দলে রাখার একটি মূল কারণ হিসাবে জানা গিয়েছে, এই তিন খেলোয়াড়ের সাথে এখনও চুক্তি শেষ হয়নি ক্লাবের।

ইতিমধ্যেই নেওয়া হয়েছে দুই বিদেশিকে

এক্ষেত্রে উল্লেখ্য, যে তিন বিদেশি ফুটবলারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় ইতিমধ্যেই দুই বিদেশিকে সাইন করানো হয়েছে। যাদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ, এবং ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা। তবে, তৃতীয় জায়গায় এখনও পর্যন্ত যোগ্য খেলোয়াড় পায়নি ক্লাব।

 

সঙ্গে থাকুন ➥