ISL শুরুর আগেই ৩ বিদেশির সাথে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

East Bengal Transfer Update

ISL শুরুর আগেই ৩ বিদেশির সাথে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ আসন্ন মরশুমের আগে নিজেদের দল গুছিয়ে নেওয়ার কাজে (East Bengal Tranfer Update) ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রজ়ো এবং হেড অফ ফুটবলার থাংবোই সিংটো। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁরা ভারতের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার অভিষেক সিং এবং বেঙ্গালুরু এফসি ক্লাবের আলবার্তো নগুয়েরাকে ক্লাবে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছেন।

কোন তিনজন বিদেশির সাথে সম্পর্ক ছিন্ন করল লাল-হলুদ?

তবে, প্রত্যেক মরশুমেই প্রত্যেক দলের তরফ থেকে যেমন কিছু নতুন খেলোয়াড়কে নেওয়া হয়, তেমনি প্রত্যেক দল থেকে ছেড়ে দেওয়া হয় কিছু খেলোয়াড়কে। সেই ভাবেই আসন্ন মরশুম শুরু হওয়ার আগে বৃহস্পতিবার ক্লাবের তরফ থেকে তিনজন বিদেশী খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা জানাল ইস্ট বেঙ্গল এফসি।

বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন ক্লাবের তরফ থেকে তিনজন বিদেশী খেলোয়াড়, হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস এবং রাফায়েল মেসি বুলিকে ছাড়ার কথা জানিয়ে একটি বিবৃতি ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে জানানো হয়েছে, “ক্লাব, হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস, এবং রাফায়েল মেসি বুলিকে তাদের পরিষেবার জন্য ধন্যবাদ জানাতে চায়। আমরা তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।“

ইস্ট বেঙ্গল এফসি-তে তিন বিদেশির পারফরম্যান্স

  • লিগ ওয়ান ক্লাব শিজিয়াজুয়াং গংফু থেকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে জানুয়ারি মাসে লাল-হলুদ শিবিরে যোগ দেন মেসি বুলি। ক্যামেরন দেশের এই তারকা স্ট্রাইকার ক্লাবের হয়ে আটটি ম্যাচে অংশ নেন, সেই সময়ে তিনটি গোল করেন এবং একটি অ্যাসিস্ট করেন।
  • অন্যদিকে, ভেনেজুয়েলার ফরোয়ার্ড খেলোয়াড় সেলিস-কেও জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কেনা হয়েছিল। তিনি ক্লাবের হয়ে নয়টি খেলায় কোন গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।
  • আর এক বিদেশি খেলোয়াড় হেক্টর ইউস্তেকে গত মরশুমের আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস থেকে ইস্টবেঙ্গলে আনেন ক্লাব কর্তারা। প্রাক্তন এই স্প্যানিশ তারকা সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে মোট ২৫টি ম্যাচ খেলেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন।
সঙ্গে থাকুন ➥