৩৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতল নেদারল্যান্ডস; হেরে গেল ভারত-ইংল্যান্ড!

Netherlands Creates History

৩৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতল নেদারল্যান্ডস; হেরে গেল ভারত-ইংল্যান্ড!

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং ইংল্যান্ডকে জোর ধাক্কা দিল নেদারল্যান্ডস ক্রিকেট দল (Netherlands Creates History)। স্কট এডওয়ার্ডস-এর নেতৃত্বে নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটকে একরকম চমকে দিয়েছে। অনেকেই ভাবছেন সম্প্রতি ভারত কিংবা ইংল্যান্ড কারোর সাথেই কোন ম্যাচ খেলেনি নেদারল্যান্ডস, তাও অসাধ্য সাধন হল কী করে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কীভাবে এই অসাধ্য সাধন করল নেদারল্যান্ডস?

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২৩-২৭ বিশ্বকাপ লীগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড।  অনেকেই ভাবছেন এই ম্যাচের মাধ্যমে নেদারল্যান্ডস, ভারত-ইংল্যান্ডের রেকর্ড কীভাবে ভাঙল? জানলে অবাক হবেন, এই ম্যাচে স্কটল্যান্ডের ৩৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতে নেয় নেদারল্যান্ডস।

আর এইভাবেই, দীর্ঘ রান তাড়া করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাস রেকর্ড গড়ে ইউরোপের এই দেশ। এর আগে ভারত, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল। এবং অন্যদিকে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬১ রানের লক্ষ্য তাড়া করে জয়লাভ করেছিল ইংল্যান্ড। আর এইভাবেই ভারত ও ইংল্যান্ডকে পিছনে ফেলেছে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের অসাধারণ পারফরম্যান্স

১২ জুন, বিশ্বকাপ লীগের ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন  স্কটল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ৩৬৯ রান সংগ্রহ করেন। স্কটল্যান্ডের ওপেনার ব্যাটার জর্জ মুন্সি ১৫০ বলে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। এছাড়া স্কটল্যান্ডের অধিনায়ক ম্যাথিউ ক্রস ৪৯ বলে ৫৯ রান করেন।

৩৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ওই ম্যাচে মাত্র ৬ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতে, ৪৯.২ ওভারে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ওপেনার ব্যাটার ম্যাক্স ও’দাউদ ১৩০ বলে ১৫৮ রানের ইনিংস খেলে নট আউট থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেয় তেজা নিদামানুরু এবং নোহা ক্রস। প্রথম জন ৪২ বলে ৫১ রান করেন, এবং অপর জন ২৯ বলে ৫০ রান করেন।

সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় শীর্ষ ৫ দল

এক্ষেত্রে উল্লেখ্য, বর্তমানে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় একে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৩৫ রানের লক্ষ্য পূরণ করে প্রোটিয়া বাহিনী। দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩৭৪ রান তোলে নেদারল্যান্ডস। সুপার ওভারে ওই ম্যাচ জিতে যায় তাঁরা।

এই তালিকায় তৃতীয় স্থানে পুনরায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিইয়া বাহিনী ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ৩৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেটে জয়লাভ করে। সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় চতুর্থ স্থানে স্কটল্যান্ডকে হারিয়ে পুনরায় স্থান পেয়েছে নেদারল্যান্ডস। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ষষ্ঠ স্থানে ভারত।

সঙ্গে থাকুন ➥