কৃশানু ঘোষ, কলকাতাঃ কয়েকদিন আগেই ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার অভিষেক সিং টেকচামকে নিয়ে জোর তরজা চলছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের মধ্যে (New Transfer Update)। এবার সেই তরজার তালিকায় উঠে এল আরও এক খেলোয়াড়ের নাম। জানা গিয়েছে, অভিষেক সিং টেকচামের মতো আরও এক ফুটবলারের সঙ্গে যখন কথা-বার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, ঠিক তখনই ফের মোটা অঙ্কের টাকা দর দিয়ে ইস্টবেঙ্গলের পরিকল্পনা বানচাল করতে প্রস্তুত মোহনবাগান।
নতুন মরসুমের জন্য ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিন বিদেশিকে, তাদের জায়গায় নেওয়া হয়েছে দুই বিদেশিকে। আসন্ন মরশুমের আগে প্রতিপক্ষকে আটকানোর উদ্দেশ্যে ভারতীয় ফুটবল দলের ২০ বছরের ডিফেন্ডার অভিষেক সিং টেকচামকে দলে নেওয়ার কথা যখন পাকাপাকি ঠিক তখনই অতিরিক্ত দর দিয়ে সেই ট্রান্সফার কিছুটা হলেও আঁটকে দিয়েছে গতবারের আইএসএল বিজয়ী মোহনবাগান।
ইস্টবেঙ্গলের থেকে কোন খেলোয়াড়কে কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান?
এবার সেই একইভাবে আরও এক খেলোয়াড়ের ইস্টবেঙ্গলে আসার পথে কাঁটা হয়ে উঠেছে মোহনবাগান। ভারতীয় ফুটবল দলের সেন্টার ব্যাক মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য বহু আগে থেকেই কথাবার্তা চলছে লাল হলুদ ও মেহতাব সিংয়ের মধ্যে! তবে, অভিষেক সিংয়ের মতো এই ট্রান্সফারের ক্ষেত্রেও মেহতাব সিংকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। যার পর মেহতাব সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের কথা-বার্তায় কিছুটা হলেও ভাঁটা পড়েছে।
এক্ষেত্রে উল্লেখ্য, সম্প্রতি মোহনবাগান থেকে ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ আশিক কুরুনিয়নকে। তবে, বর্তমানে ক্লাবের ওপর ফিফার তরফ থেকে ট্রান্সফার ব্যান চলায় কোনরকম ট্রান্সফার করা হচ্ছে না। তবে, বিভিন্ন সূত্র মারফত জানিয়েছে, শীঘ্রই ক্লাবের ওপর থেকে তুলে নেওয়া হতে পারে এই ব্যান। আর সেই জন্যই, ভারতীয় দলের ওই দুই খেলোয়াড়ের অভিষেক সিং এবং মেহতাব সিংকে পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্টস।