আর দরকার নেই বাবর, রিজওয়ান, আফ্রিদিকে? নয়া সিদ্ধান্ত পিসিবি-র!

PCB Latest Update

আর দরকার নেই বাবর, রিজওয়ান, আফ্রিদিকে? নয়া সিদ্ধান্ত পিসিবি-র!

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর থেকেই জোর সমালোচনার সম্মুখীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB Latest Update) তিন তারকা খেলোয়াড়। যার জেরে দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি দল থেকে এই খেলোয়াড়দের বাইরে রাখা হচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছে, এবার জোর করে এই তিন সিনিয়র খেলোয়াড়কে টি-২০ দল থেকে অবসর নেওয়ার জন্য চাপ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কোন তিন খেলোয়াড়কে নিয়ে সন্তুষ্ট নয় পিসিবি?

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি দলের তিনজন সিনিয়র খেলোয়াড়, দলের প্রাক্তন অধিনায়ক এবং ওপেনার ব্যাটার বাবর আজম, দলের বর্তমান অধিনায়ক এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, এবং দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে সন্তুষ্ট নন। যার জেরে এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়ার দিকে অগ্রসর হচ্ছে পিসিবি।

পিসিবি-র নয়া সিদ্ধান্ত

নিউজ২৪অনলাইন-এর একটি ভিডিও থেকে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে তরুণ দল নিয়ে মাঠে নামতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার দায়িত্ব দেওয়া হতে পারে সালমান আলি আঘার বিরুদ্ধে। কারণ সম্প্রতি সালমান আলি আঘার নেতৃত্বে বাবর, রিজওয়ান, আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে পাকিস্তান।

জানা গিয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ, এবং বাংলাদেশে সফরেও এই তিনজনকে ছাড়া, একদম তরুণ দল নিয়ে মাঠে নামাতে চায় পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের কোচ মাইক হেসনের তরফ থেকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে টেস্ট-ওয়ানডে ফর্ম্যাটে মনোনিবেশ করতে বলা হয়েছে।

এক্ষেত্রে উল্লেখ্য, বাবর আজম এখনও পর্যন্ত ১২৮টি তি-২০ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৪২২৩ রান করেছেন। এর মধ্যে তিনি ৩টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রিজওয়ান, ১০৬টি ম্যাচ খেলে ৩৪১৪ রান করেছেন। যার মধ্যে তিনি ১টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন। পেসার শাহিন পাকিস্তানের হয়ে ৭৯টি ম্যাচ খেলে ১০২টি উইকেট সংগ্রহ করেছে।

সঙ্গে থাকুন ➥