বছরের শুরুতেই ভারতে সিরিজ খেলতে আসছে বিশ্বজয়ী টিম! খেলবেন রোহিত-কোহলিও

Team India Schedule

বছরের শুরুতেই ভারতে সিরিজ খেলতে আসছে বিশ্বজয়ী টিম! খেলবেন রোহিত-কোহলিও

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ সম্প্রতি, ভারতের টেস্ট দল থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, এবং বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুব ব্যাটার শুবমন গিলকে। সহ অধিনায়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেট রক্ষক ঋষভ পন্থকে। শুবমন গিলের দায়িত্বে আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে ভারত। তবে, তার আগেই প্রকাশিত হল ২০২৬ সালের শুরুতে ভারতীয় দলের সময়সূচী (Team India Schedule)!

আগামী বছরের শুরুতে কাদের সাথে খেলবে ভারতীয় দল?

সম্প্রতি, @mufaddal_vohra নামক একটি এক্স অ্যাকাউন্ট (পূর্বে টুইটার হিসাবে পরিচিত ছিল) থেকে পোস্ট করে ২০২৬ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের সময়সূচী সম্পর্কে জানানো হয়েছে। ওই পোস্ট অনুযায়ী, আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসবে কিউই দল। আর এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুযায়ী, আগামী বছরের ১১ জানুয়ারি থেকে কিউই দল, ভারতীয় দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও খেলতে দেখা যাবে।

তবে, বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে উল্লেখ্য, শেষবার ২০২৪ সালে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড, যেখানে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের বলে টেস্ট সিরিজে প্রথমবার ভারতের মাটিতে, ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তাঁরা।

সঙ্গে থাকুন ➥