Srabanti Chatterjee

Moumita

আদালতে মুখ পুড়ল শ্রাবন্তীর! খোরপোষ নয়, তৃতীয় স্বামী রোশন দিলেন বড়ো ঝটকা

বিতর্ক আর শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের প্রতিই বেশি আগ্রহী সবাই। আর হবে নাই বা কেন, একাধিক বিয়ে ডিভোর্সের কারণে এমনিই তিনি খোরাকের পাত্রী হয়ে ওঠেছেন। সদ্যই আবার তাকে নিয়ে নতুন খবর এসেছে।

   

আসলে অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিং-র সাথে ছাড়াছাড়িটা অতটা সহজ হয়নি। নায়িকা নাকি বিবাহ বিচ্ছেদের পাশাপাশি মোটা অঙ্কের খোরপোশও দাবি করেছেন। ২০২১ সালের ডিসেম্বরেই পাওয়া গেছিল সেই খবর। আর এবার সামনে এল নতুন তথ্য।

সূত্রের খবর, তৃতীয় স্বামী রোশন সিংএ-র বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় মামলা করেন অভিনেত্রী। আপাতত কোর্টের তরফে সেই মামলায় স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে যে মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি রাখল আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’র (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) করেছিলেন রোশন। আর এই ঘটনার পর কার্যত সর্বসমক্ষে মুখ পুড়ল অভিনেত্রীর। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী।

এখানে জানিয়ে রাখি, রোশন সিং-এর কাছে প্রতি মাসে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা দাবী করেন অভিনেত্রী। রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের তরফে জানানো হয়েছে এই তথ্য। সাথে রোশনের বলা কথাগুলোও ভাইরাল হয়েছে সম্প্রতি।

Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,শ্রাবন্তী চ্যাটার্জি,Srabanti Chatterjee,রোশন সিং,Roshan Singh,টলিউড,Tollywood,Entertainment,বিনোদন

এদিকে রোশনের কথায়, ‘আমি শুনছি শ্রাবন্তী নাকি ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই’। শুধু তাই না, তিনি নাকি এও শুনেছেন যে শ্রাবন্তী তার কাছের বন্ধুদের জানিয়েছেন রোশন তাঁর ১ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। এখন দেখার এই ঘটনার নিষ্পত্তি কীভাবে হয়।