Srabanti Chatterjee

Moumita

শেষপর্যন্ত টলিউডের এই বিবাহিত হিরোর প্রেমে মজেছেন শ্রাবন্তী? ভিডিও দেখে অবাক নেটপাড়া

টলিপাড়ার(Tollywood) অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জী(Srabanti Chatterjee)। বিতর্ক তার জীবনের নিত্যদিনের সঙ্গী। তার অভিনয় তো বটেই পাশাপাশি চর্চা হয় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও। আসলে নায়িকার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বেশ দুর্নামও রয়েছে। আসলে তিন তিনবার বিয়ে করলেও কারো সাথেই সংসার টেকাতে পারেননি তিনি। আর এটাই মূলত তাকে নিয়ে চর্চার কারণ।

   

নায়িকার প্রথম স্বামি রাজীব কুমার বিশ্বাস। বড্ড অল্প বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি‌। ছেলে ঝিনুক অল্প বড় হতেই ফাটল ধরে তাদের সম্পর্কে। এরপর তার জীবনে আসেন কৃষাণ ব্রজ এবং রোশন সিং। এই দুটি বিয়ের মেয়াদও ছিল বড় অল্প। মিডিয়ার কানাঘুষা খবর, এর পরেও বেশকয়েকবার প্রেমে পড়েছেন তিনি।

তার প্রেমিকের তালিকায় জুড়েছে পাশের ফ্ল্যাটের অভিরূপ নাগ চৌধুরী বা জিম ট্রেনারের নাম। যদিও সেসব কোন সম্পর্কই পরিণতি পায়নি। মাঝে একবার এক পরিচালকের সাথেও নাম জুড়েছিল তার। আর এখন শোনা যাচ্ছে টলিউডের এক বিবাহিত নায়কের সাথে নাকি প্রেম করছেন তিনি। তাকে নিয়েই এখন রয়েছেন লণ্ডনে।

জানা যাচ্ছে টলিউডের এই নায়ক হলেন শ্রাবন্তীর ‘বাবুসোনা’। আর তার নাম হল জিতু কমল (Jeetu Kamal)। দুজনে মিলে এক ছবির শুটিং-য়ে ব্যস্ত তারা। তবে জিতুর সাথে শ্রাবন্তীর প্রেমটা বাস্তব নয়। এইমুহুর্তে ছবির স্বার্থে ক্যামেরার সামনে প্রেমলীলায় মত্ত তারা। আসন্ন এই ছবির নাম ‘বাবুসোনা’। জানা যাচ্ছে, শিশু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবির প্লট।

সূত্রের খবর, ছবিটি মূলত সাসপেন্স এবং কমেডির সংমিশ্রণে তৈরী। ঘটনাটি মূলত লন্ডনের তাই লন্ডন শহরেই হচ্ছে ছবির শুটিং। সম্প্রতি ছবির গোটা টিমের সাথে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন জিতু। পাশাপাশি নায়িকা শ্রাবন্তীর সঙ্গে একটি রিল ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

https://www.instagram.com/reel/CsYkSBPoV_f/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA== 

সাম্প্রতিক এই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো শর্ট ড্রেসের সঙ্গে শীত পোশাক পরে মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে হাঁটছেন শ্রাবন্তী। ‘তুম জো কহে দো তো চাঁদ তারোকো তোড় লাউঙ্গা ম্যায়’ গানটিতে লিপ দিতে দিতে এগিয়ে আসছে জিতু। সেটা শুনে শ্রাবন্তী বলে ওঠেন যাও চাঁদ তারা নিয়ে এসো। এটা শুনেই ব্যোমকে যান জিতু। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও হচ্ছে প্রচুর‌।