Srabanti Chatterjee share her selfie wearing red colour swim suit goes viral over social media

৩৭ পেরিয়েও সুইট সেভেন্টিন! লাল সুইম স্যুটে সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল শ্রাবন্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee), তাকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন, সবকিছুই টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। শ্রাবন্তী সবসময়ই নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন আর জীবনের নিয়ম নিজের শর্তে পরিচালনা করেন। সম্প্রতি, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এমন একটি ছবি যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে এবং নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আগুন।

সম্প্রতি শ্রাবন্তী লাল রঙের সুইম স্যুটে একটি ছবি পোস্ট করেছেন যা দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। ঠোঁটে লাল লিপস্টিক, রুক্ষ চুল খোলা রেখে সুইমিং পুলের পাশে তোলা এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তাঁর অনুরাগীরা একের পর এক লাইক কমেন্ট করে প্রশংসায় ভরিয়েছেন। শ্রাবন্তীর রূপের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

এমনকি শ্রাবন্তীর এই লুক দেখে বোঝাই যায় না যে তিনি এক সন্তানের মা। অভিনেত্রীর ছেলে অভিমন্যু চ্যাটার্জী, যাকে সকলেই ঝিনুক নামে চেনে, ইতিমধ্যেই ২১ বছর বয়সে পা রেখেছে। ঝিনুক তাঁর প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সন্তান। যদিও রাজীবের সঙ্গে বহু বছরের সম্পর্ক ভেঙে গেছে, শ্রাবন্তী একাই ছেলেকে বড় করেছেন।

শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তিনটি বিয়ে ভেঙে যাওয়ার পরও তিনি আত্মবিশ্বাসী এবং জীবনে এগিয়ে চলেছেন। তাঁর দ্বিতীয় বিয়ে মুম্বাইয়ের এক মডেলের সঙ্গে হলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তৃতীয় বিয়ে করেন রোশন সিংয়ের সঙ্গে, কিন্তু সেই সম্পর্কও বিচ্ছেদে পরিণত হয়েছে, যা এখন আদালতে ঝুলছে। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে যতই বিতর্ক হোক না কেন, পেশাগত জীবনে শ্রাবন্তী চ্যাটার্জী নতুন মাইলফলক গড়ছেন।

শ্রাবন্তী বর্তমানে দেবী চৌধুরাণী ছবির শুটিংয়ে ব্যস্ত। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে যে, এই ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক রয়েছে। যদিও এই বিষয়ে শ্রাবন্তী বা শুভ্রজিৎ কেউই কোনও মন্তব্য করেননি। এছাড়াও, পুজোর মিউজিক ভিডিওতেও কাজ করেছেন শ্রাবন্তী। হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন ছবি, যা নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X