Papiya Paul

‘শ্রাবন্তীকে দেখে মুখ থেকে লালা ঝরছিল কৈলাসের’, নোংরা কটাক্ষ তথাগত রায়ের

আরো একবার বড়সড় ধাক্কা খেলো বিজেপি। আজ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছেড়ে দিলেন বিজেপিকে। আর তারপরেই বিজেপি দল নেতা তথাগত রায় স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রাবন্তী এবং কৈলাস বিজয়বর্গীয়কে। এর আগেও ধারাবাহিকভাবে কৈলাস বিজয়বর্গীয় এবং শ্রাবন্তীকে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। কিন্তু এবার শ্রাবন্তী দল ছাড়তে এক বিজেপি সমর্থকের পোস্ট রিটুইট করে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করলেন তথাগত।

   

টুইট করে তথাগত লেখেন, “কিছুদিন আগে বিজেপির পুরনো কর্মী লিখেছিলেন, কৈলাস বাবু জয়নগরে সভা পরিচালনা করেছিলেন। সেই সময়ে শ্রাবন্তী সম্পর্কে যখন কথা ওঠে, তখন যেন রীতিমতো ওনার মুখ দিয়ে লালা ঝরছিল। এমন নেতার হাতে বিজেপিকে তুলে দিলে বিজেপির অধঃপতন ছাড়া ভালো কোনদিন হতে পারে না”।

চলতি বছরের মার্চ মাসে বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন এই অভিনেত্রী। যোগদান মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পদ্ম শিবিরে যোগদান করে রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করার কথা বলেছিলেন শ্রাবন্তী। কিন্তু আজ দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী লেখেন,”বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম। রাজ্যের উন্নতির স্বার্থে বিজেপির কোন পদক্ষেপ লক্ষ্য করতে পারলাম না”।

উল্লেখ্য, বিজেপিতে থাকাকালীনও শ্রাবন্তীকে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। বিজেপিতে যোগ দেওয়া তারকাদের “নগরের নটি” বলে কটাক্ষ করে বিজেপির সহ নেতৃবৃন্দ যেমন কৈলাস, অরবিন্দ মেনন, দিলীপ, শিবপ্রকাশদের সর্বসমক্ষে উদ্দেশ্য করে তথাগত রায় অভিযোগ করেছিলেন,”নগরের নটিরা টাকা দিয়ে কেলি করেছে”।