Sreelekha Mitra

Moumita

‘একজনে হবে না ৪ জন লাগবে’, বিয়ে করলে পয়সাওয়ালা বর চান ‘কন্ট্রোভার্সি কুইন’ শ্রীলেখার

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) এবং বিতর্ক (Controversy) যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি যখনই সোশ্যাল মিডিয়ায় কলম চালান তখনই সৃষ্টি হয় বিতর্ক। কখনও রাজনীতি তো কখনও বাংলার ফিল্মি জগত, সবকিছুতেই থাকে তার তীক্ষ্ণ নজর। এরম মাঝে মজার মজার ভিডিও-ও শেয়ার করে থাকেন তিনি। এই যেমন সাম্প্রতিক অতীতে তিনি বলেছেন, বিয়ের (Marriage) জন্য ‘একজনে হবে না, চারজন লাগবে’।

   

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই চ্যানেল ২৪ এন্টারটেনমেন্টের সাথে এক খোলামেলা আড্ডায় বসেছিলেন শ্রীলেখা। সেখানেই কথাপ্রসঙ্গে এই মন্তব্য করে বসেন। পাশাপাশি বলেন, নিজের পছন্দের পুরুষের বর্ননাও। এক কথায়, শ্রীলেখার জীবনে এন্ট্রি নিতে চাইলে কী কী গুণ থাকতে হবে সেই সবই বলেন তিনি।

এইদিন অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কেমন ছেলে পেলে বিয়ে করবেন তিনি? জবাবে বলেন, ‘পয়সাওয়ালা হতে হবে। আর আমি স্ট্রাগলার চাই না। দেখতে ভালো হতে হবে। মানে বডি বিল্ডার টাইপস নয়। ইন্টেলিজেন্টলি গুড লুকিং হতে হবে, পড়াশোনা জানা। আমার এক্স হাজবেন্ড কিন্তু এরকম। সেই বেঞ্চমার্ক টপকাতে হবে।’

অভিনেত্রীর সংযোজন, ‘সিনেমা নিয়ে পাগল হতে হবে বল না, তবে হ্যাঁ এরকম হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারি। আর সঙ্গে খুব বেশি পজিসিভ হলে চলবে না। ওই কে ফোন করল, কেন ফোন করল প্রশ্ন করা চলবে না সব সময়। আমি ওয়ান ম্যান উওম্যান। সেই বিশ্বাসটা করতে হবে।’

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,শ্রীলেখা মিত্র,বিয়ে,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Controversy,Shreelekha Mitra,Marriage,Interview

এরপরেই নিজের আরো কিছু বক্তব্য জুড়ে দেন, ‘ওই যে বললাম অনেক কিছু চাই। একজনের মধ্যে কখনোই পাব না। তাই আমার চারজন লাগবে। যাই হোক ওই যে বললাম পেলও ভালো আর না পেলেও ভালো।’ তবে বিয়ে প্রসঙ্গে এই প্রথম নয়, এর আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও নিজের মনের কথা বলেছিলেন তিনি।

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,শ্রীলেখা মিত্র,বিয়ে,সাক্ষাৎকার,Tollywood,Entertainment,Gossip,Controversy,Shreelekha Mitra,Marriage,Interview

সেইসময় শ্রীলেখা বলেছিলেন, ‘আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত। আমি হোম ব্রেকার নই। আমার তাই এমন পুরুষ পছন্দ যে ভরসা যোগ্য, সিঙ্গেল। বিয়ের পর আমি দু এক জনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল।’ প্রসঙ্গত, শ্রীলেখার বিয়ে হয় ২০০৩ সালে। তার প্রাক্তন স্বামীর নাম, শিলাদিত্য সান্যাল। এরপর ২০১৩ সালে বিয়ের ১০ বছর পূর্ণ হতে না হতেই আলাদাও হয়ে যান তারা।