নিউজ শর্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj)। পরাধীন ভারতের প্রেক্ষাপটে পারিবারিক কমেডি ড্রামার এই ধারাবাহিকটি অল্প দিনেই জায়গা করে নিয়েছিল দর্শকমহলে। কিন্তু টিআরপির কোপে পড়ে এবার বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল। খুব তাড়াতাড়ি কমলা আর শ্রীমান পৃথ্বীরাজ-এর জায়গায় সম্প্রচারিত হতে চলেছে। নতুন সিরিয়াল ‘গীতা এলএলবি’।
কিন্তু এত দিনের সফর তাই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা। প্রসঙ্গত এই ধারাবাহিকের সুধাময়ী অর্থাৎ ফুলপিসি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)। এই চরিত্রটি শুরু থেকেই আগাগোড়া ছিল ছিল নেগেটিভ। যদিও এই শেষে কুচুটে এই পিসিমা সুধাময়ীর চরিত্রে এসেছে বিরাট বদল। তাই এবার নিজের সমস্ত ভুল স্বীকার করে নিয়ে সে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে সে।
এই ধারাবাহিকে কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সাথেও বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। সিরিয়াল শেষ হওয়ায় পর এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন ‘আমাদের এই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের যাত্রা হয়তো খুব বেশি দিনের নয় ১০ মাসের, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে বন্ডিং,বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক কয়েক বছরের চেয়েও বেশি মনে হয়, আপনারা হয়তো খানিকটা বুঝতে পেরেছেন আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে।’
সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমি এই প্রথম পিরিয়ডিক্যাল ড্রামা তে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, সেই অনুভূতিটা আমার দারুন ছিল, হয়তো আপনাদের চোখে সুধাময়ী খুব শয়তান, খুব দুষ্টু ,খুব বদমাইশ, কিন্তু সুধাময়ী কে বানানোর জার্নিটা আমার কাছে একটা শুধুই ইমোশন নয়, একটা নিজের হাতে করে গড়ে তোলা একটা চরিত্র।’
আরও পড়ুন: হালুয়া টাইট সৃজনের! ‘তার কাটা’ পর্ণার খোরপোষের দাবি শুনেই বেহুঁশ বাবুর মা
নেগেটিভ চরিত্র হওয়ায় দর্শকরা কম গালমন্দ করেননি। যদিও একজন অভিনেত্রী হিসাবে এটাই বড় প্রাপ্তি তাঁর কাছে। শ্রীময়ীর কথায় ‘অনেক জায়গায় ফাংশন/অনুষ্ঠান করতে গিয়ে আমাকে শুনতে হয়েছে “ওই তো কুচুটে পিসি এসে গেছে”, “আর কত শয়তানি করবে ফুলপিসি।” হয়তো ভবিষ্যতে আবারও কাজ করব, কিন্তু সুধাময়ী ডাকটা হয়তো আর শুনতে পাব না, হয়তো সুধাময়ীর জন্য তড়িঘড়ি করে আর রেডি হতে হবে না, আর সুধাময়ী লেখা স্ক্রিপ্ট ও পাবো না হাতে।