Jol Thoi Thoi Bhalobasa

Papiya Paul

Jol Thoi Thoi Bhalobasa: কোজাগরীর সংসারেও পরকীয়ার ছায়া! উদ্দালকের ‘গোপন’ স্ত্রী হয়ে এন্ট্রি এই জনপ্রিয় অভিনেত্রীর

নিউজশর্ট ডেস্ক:  স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা'(জল Thoi Thoi Bhalobasa)। যতদিন এগোচ্ছে ততই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। আর দর্শকদের মন জয় করার জন্য নিত্যনতুন টুইস্ট আনছেন নির্মাতারা।

   

ঠিক যেমন নতুন কিছু চরিত্র এন্ট্রি নিয়েছে এই ধারাবাহিকে। এখন কোজাগরির পাইস হোটেল এবং আসমানের জীবন কাহিনী থেকে সরে কোজাগরীর স্বামীর পুরনো জীবন নিয়ে গল্প এগোচ্ছে।

এবার গল্পে এন্ট্রি নিয়েছে কোজাগরীর স্বামীর গোপন স্ত্রী এবং মেয়ে। এক সময় লুকিয়ে ময়ূরক্ষীকে বিয়ে করেছিলেন উদ্দালক। তাদের আবার একটি মেয়ে রয়েছে। এবার মেয়েকে সঙ্গে নিয়ে কোজাগরির সংসারে এন্ট্রি নিয়েছে ময়ূরাক্ষী। স্টার জলসার তরফ থেকে এই ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: Star Jalsha: ‘বঁধুয়া’ আসতেই কপাল পুড়লো এই জনপ্রিয় সিরিয়ালের! স্লট ঘোষণা হতেই তুমুল শোরগোল

যে প্রমোতে দেখা যাচ্ছে উদ্দালকের বন্ধু তার গোপন স্ত্রী ময়ূরাক্ষী এবং মেয়ে খিলখিলকে নিয়ে এসেছে। এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় উদ্দালক এবং ময়ূরাক্ষী দুজনই। আর নতুন অতিথিকে দেখে সব থেকে বেশি অবাক হয় কোজাগরি নিজে। সে জানতে চায় তার বরের থেকে কেন সে এই বিষয়টা জানায়নি। এরপরই কোজাগরীকে ময়ূরাক্ষীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন করা হলে একেবারেই অচেনা মুখে বোঝা করে হাত বাড়ায় ময়ূরাক্ষীর দিকে।

Jol Thoi Thoi Bhalobasha

আগামী দিনে কোজাগরীর সংসারে কি ঝড় বইতে চলেছে? কিভাবে সব কিছুর সামাল দেবে কোজাগরী? এই সমস্ত কিছু জানার জন্য দর্শকদের আগামী পর্বগুলো অবশ্যই দেখতে হবে। যদিও এই সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকেরা পরকীয়ার অভিযোগ এনেছেন। অনেকেই এই সিরিয়াল ে আর না দেখার কথাও স্বীকার করেছেন। কেউ লিখেছেন, ‘সুস্থ ভালো একটা সংসারে এইসব গল্প এনে সিরিয়ালটিকে শেষ করে দিল।’