পরিণীতাকে টেক্কা দিতে কবে থেকে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’? টাইমসল্ট জানাল ষ্টার জলসা

Star Jalsha Porshuram Ajker Nayok Serial Time Slot Revealed

পরিণীতাকে টেক্কা দিতে কবে থেকে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’? টাইমসল্ট জানাল ষ্টার জলসা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ষ্টার জলসার পর্দায় কিছুদিন আগেই নতুন মেগা আসছে জানা গিয়েছিল। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বোসের জুটি নিয়ে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’। নারীকেন্দ্রিক  সিরিয়ালের ভিড়ে ডুয়েল ক্যারেক্টার হিরোর কাহিনী দেখাবে এটি। তাই স্বভাবীভাবেই কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য মুকিয়ে রয়েছে আমজনতা। এতদিনে সেই খবর দিল চ্যানেল কর্তৃপক্ষ।

ষ্টার জলসার পর্দায় পুরুষকেন্দ্রিক নতুন মেগা

‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ বোসকে আর তার বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন খড়কুটো খ্যাত অভিনেত্রী তৃণা সাহা। না আর পাঁচটা মেগা মত এটা টিপিকাল লাভ স্টোরি কিন্তু একেবারেই নয়। বরং ঘরে এক আর বাইরে এক রূপে দেখা যাবে নায়ককে।

সম্প্রতি একটি নতুন প্রোমো রিলিজ করা হয়েছে ষ্টার জলসার তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির জন্য বাজারে মাছ কিনতে বেরিয়েছে নায়ক। সেখানে ছেলে ফোন করে এক বলে তো মেয়ে আরেক এসবের মাঝে আমাদের নায়কের নজর কিন্তু চোরাচালানকারীদের দিকে। তাই সুযোগ পেতেই লুঙ্গি গুটিয়ে লাফ মেরে দুষ্কৃতী দমন। হ্যাঁ ঠিকই ধরেছেন, গল্পের হিরো বাড়িতে সাধাসিধে হলেও আদতে একজন আন্ডার কভার এজেন্ট। তাই গল্প যে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।

কবে থেকে শুরু ‘পরশুরাম আজকের নায়ক’ এর সম্প্রচার?

স্টার জলসার তরফ থেকে ইতিমধ্যেই সিরিয়ালের সম্প্রচার শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ১০ই মার্চ থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত্রি ৮টা থেকে দেখা যাবে ধারাবাহিকটি। যেটা জানার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দর্শকেরা।

আরও পড়ুনঃ টিকিট কেটেও খুলছে না গেট, নয়া সমস্যার জেরে নাজেহাল মেট্রো যাত্রীরা

আসলে, নতুন মেগা শুরু মানেই পুরোনো কোনো একটি শেষ হবে বা স্লটবদল হয়। তাই অনেকেই চিন্তায় ছিলেন যে অনুরাগের ছোঁয়া নাকি উড়ান কোন মেগার ঘাড়ে কোপ পড়তে চলেছে! তবে সম্প্রচারের সময়  প্রকাশ্যে আসতেই সবটা স্পষ্ট হয়ে গেল। এবার অপেক্ষা জি বাংলার বেঙ্গল টপার পরিণীতার বিপরীতে এই মেগা কেমন পারফর্ম করে সেটাই দেখার।

সঙ্গে থাকুন ➥